
সুস্থ হয়ে উঠছেন রানা
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ১৯ নভেম্বর ২০২০
এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি)_এর সাধারণ সম্পাদক মো. আমীর আলী রানা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এরই মধ্যে তিনি ল্যাব এইড হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। ডাক্তারের পরামর্শে তিনি পূর্ণবিশ্রামে রয়েছেন।
বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. আমীর আলী রানা ১২ নভেম্বর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণ আর ছয়দিন চিকিৎসা শেষে ১৮ নভেম্বর বাসায় ফিরেন।
মো. আমীর আলী রানার পারিবারিকভাবে ঘনিষ্ঠ মো. জাহিদুল ইসলাম আলী মুঠোফোনে চেসবিডি.কম-কে জানান, রানা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তাকে রিং পড়ানো হয়েছে। ডাক্তারের পরামর্শে তিনি পূর্ণবিশ্রামে রয়েছেন।
উল্লেখ্য মো. আমীর আলী রানা দীর্ঘ দিন ধরেই শ্বাস কষ্টের পাশাপাশি হৃদরোগ সমস্যাজনিত কারণে ভুগছিলেন।
চেসবিডি.কম/এমএ