ডিস্যাবিলিটিজ চেস অলিম্পিয়াডে বাংলাদেশ ৩৭তম

অনলাইন দাবা অলিম্পিয়াড আন্তর্জাতিক জাতীয়

নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ২৭ নভেম্বর ২০২০

প্রথম ফিদে অনলাইন দাবা অলিম্পিয়াড ফর পিপল উইথ ডিস্যাবিলিটিজে বাংলাদেশ ৬০টি দলের মধ্যে ৩৭তম হয়েছে। ৭ ম্যাচে লাল-সবুজের সংগ্রহ ৬ পয়েন্ট।

আজ ২৭ নভেম্বর শুক্রবার রাতে টরনেলো.কম প্লাটফর্মে সপ্তম তথা শেষ ম্যাচে শক্তিশালী কিউবার কাছে ২.৫-১.৫ পয়েন্টে বাংলাদেশ পরাজিত হয়।

সপ্তম তথা শেষ ম্যাচে বাপ্পী সরকার ইডালিস বাতিস্তা রিভেরাকে পরাজিত করেন। সৈয়দ এজাজ হোসেন কার্লোস লার্ডুয়েট ডেসপেইগনের সাথে ড্র করেন।

তবে মো. খোরশেদ আলম পেড্রো মোরালেস রোমেরোর কাছে ও মারুফা আজাদ সুকন্যা আলবার্তো ডি ইন্টারিয়ান রদ্রিগেজের কাছে হেরে যান। তথ্য : chess-results.com

রাশিয়া-১, ইউক্রেন-৩, পোল্যান্ড-১ ও পোল্যান্ড-৩ প্রথম হতে চতুর্থ হয়ে সেমিফাইনালে উন্নীত হয়।

চেসবিডি.কম/এমএ