
মুজিববর্ষ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক দাবা আজ শুরু
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ৯ জানুয়ারি ২০২১
মুজিববর্ষ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা আজ ৯ জানুয়ারি থেকে বোর্ডে গড়াচ্ছে। বিকেল সাড়ে তিনটায় জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের সভা কক্ষে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন ঢাকা মেটোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি থাকবেন আবুল খায়ের গ্রুপের নির্বাহী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অব. শহিদুল্লাহ চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কে এম শহিউল্যা।
৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৫জন গ্র্যান্ডমাস্টার, ৩ জন আন্তর্জাতিকমাস্টার, সাইফ পাওয়ারটেক ৪৫তম জাতীয় ’এ’ দাবায় অংশগ্রহণকারী খেলোয়াড়, জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপ হতে ৫জন খেলোয়াড় এবং দাবা ফেডারেশনের মনোনীত ৫ খেলোয়াড়সহ মোট ৪০ জন খেলোয়াড়কে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আটদিনব্যাপী এ প্রতিযোগিতার বিজয়ীদের জন্য রয়েছে মোট সাড়ে তিন লক্ষ টাকার অর্থ পুরস্কার। অংশগ্রহণকারী খেলোয়াড়দের ৯ জানুয়ারি শনিবার বিকেল ৩টার মধ্যে খেলার কক্ষে উপস্থিত থাকতে বলা হয়েছে।
চেসবিডি.কম/এমএ