
শীর্ষে সুব্রত : দ্বিতীয়স্থানে জিয়া
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ১২ জানুয়ারি ২০২১
মুজিববর্ষ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় টানা পাঁচ জয় নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন।
তবে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ৪.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ও বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন।
এদিকে ৩.৫ পয়েন্ট সংগ্রহ নিয়ে চারজন চতুর্থ স্থানে রয়েছেন। তারা হলেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন ও ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ, তিতাস ক্লাবের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ও উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের অনত চৌধুরী।
আজ মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে পঞ্চম রাউন্ডে সুব্রত মিনহাজকে, জিয়া আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে, শাকিল ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনকে, পরাগ মো. মাসুম হোসেনকে, মহিলা ফিদেমাস্টার নাজরানা খান ইভা ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদকে, ক্যান্ডিডেটমাস্টার এসএম স্মরন ফিদেমাস্টার মো. সাইফউদ্দীন লাভলুকে, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ক্যান্ডিডেটমাস্টার মো. জামালউদ্দিনকে, ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদ রবিন কাজী জারিন তাসনিমকে, মো. শরীয়তউল্লাহ মো. তানভীর আলমকে ও মহিলা ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা ক্যান্ডিডেটমাস্টার মনির হোসেনকে পরাজিত করেন।
এছাড়া অনত-নাসির, ক্যান্ডিডেটমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া-ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়, ক্যান্ডিডেটমাস্টার নাইম হক -ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী ও অভিক সরকার-ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন একে অপরের সাথে ড্র করেন।
আগামীকাল ১৩ জানুয়ারি বুধবার বিকেল ৩টায় একই স্থানে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।
চেসবিডি.কম/এমএ