ইউসিসিসি ব্লিটজে শরিফুল চ্যাম্পিয়ন

অনলাইন দাবা আন্তর্জাতিক জাতীয়

নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ১৬ জানুয়ারি ২০২১

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব (ইউসিসিসি) ১২১তম অনলাইন ব্লিট্জ টুর্নামেন্টে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৯ ম্যাচে ৪জন ৭ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে শরিফুল ইসলাম চ্যাম্পিয়ন, আজমাইন পারভেজ সায়র রানারআপ, শাওন চৌধুরী তৃতীয় ও আনোয়ার হোসেন দুলাল চতুর্থস্থান লাভ করেন।

এদিকে ৬.৫ পয়েন্ট পেয়ে টাইব্রেকিং পদ্ধতিতে পঞ্চম থেকে সপ্তম হয়েছেন যথাক্রমে খন্দকার আরাফাত, মুনিরুজ্জামান মুনির এবং শাহীনুর হক।

অপরদিকে ৫.৫ পয়েন্ট নিয়ে অষ্টম থেকে পঞ্চদশ হয়েছেন যথাক্রমে মশিউর রহমান, মামুন হোসেন, আজাদ আকন্দ, এসএম তারেক, নামিবিয়ার লুকাস শিকুলো, মো. নাসিম হোসেন ভূঁইয়া, মনিরুল করিম এবং মোল্ল্যা ইশতিয়াক আহমেদ।

উল্লেখ্য ১৪ জানুয়ারি লিচেস.অরগ প্লাটফর্মে ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ৬৬জন দেশি-বিদেশি দাবাড়ু অংশগ্রহণ করেন।

চেসবিডি.কম/এমএ