
শিরোপার পথে এগুচ্ছে রূপালী-ক্যাসল
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ১ মার্চ ২০২১
মুজিববর্ষ ওয়ালটন প্রথম বিভাগ দাবা লিগের পঞ্চম রাউন্ড শেষে ম্যানহাস ক্যাসল ও রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষে রয়েছে।
মীর চেস ক্লাব ৭ পয়েন্ট করে নিয়ে এককভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।
ইসফট এরিনা চেস ক্লাব ও সুলতানা কামাল স্মৃতি পাঠাগার ৬ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে।
আজ সোমবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে পঞ্চম রাউন্ডে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ ৪-০ গেম পয়েন্টে ক্যাসপারভ চেস ক্লাবকে পরাজিত করে। রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের ভারতীয় আন্তর্জাতিকমাস্টার নীলেস সাহা, অর্পন দাস, ক্যান্ডিডেটমাস্টার মো. সাইফুর রহমান ও শফিক আহমেদ যথাক্রমে ক্যাসপারভ চেস ক্লাবের নীলয় দেবনাথ, মো. মাজহারুল কবীর, মোল্লা ইশতিয়াক আহমেদ ও মো. শওকত আলী শেখকে পরাজিত করেন।
ম্যানহাস ক্যাসল ২.৫-১.৫ গেম পয়েন্টে ঢাকা চেস ক্লাবকে পরাজিত করে। ম্যানহাস ক্যাসেলের ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ও ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন যথাক্রমে ঢাকা চেস ক্লাবের আফজাল হোসেন সাচ্চু, মোহাম্মদ মাইনুদ্দিন ও অনিরুদ্ধ চ্যাটার্জীকে পরাজিত করেন। ঢাকা চেস ক্লাবের ভারতীয় সৌরথ বিশ্বাস ম্যানহাস ক্যাসেলের ক্যান্ডিডেটমাস্টার এসএম স্মরনকে পরাজিত করেন এবং ঢাকা চেস ক্লাবের আফজাল হোসেন সাচ্চু ম্যানহাস ক্যাসেলের অনত চৌধুরী সাথে ড্র করেন।
মীর চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে অগ্রণী ব্যাংক দাবা দলকে পরাজিত করে। মীর চেস ক্লাবের মহিলাফিদে মাস্টার নাজারানা খান ইভা অগ্রণী ব্যাংক দাবা দলের মো. মনির হোসেন খানকে পরাজিত করেন। মীর চেস ক্লাবের ফিদেমাস্টার ইউনুস হাসান, অদিত্য চ্যাটার্জী ও অঙ্কিত রায় যথাক্রমে অগ্রণী ব্যাংক দাবা দলের ক্যান্ডিডেটমাস্টার মনির হোসেন, ফরহাদুর ইমাম ও নাসির উদ্দিন মাহমুদের সাথে ড্র করেন।
সুলতানা কামাল স্মৃতি পাঠাগার ৪-০ বসির মেমোরিয়াল চেস ক্লাবকে পরাজিত করে। সুলতানা কামাল স্মৃতি পাঠাগারের ফিরোজ আহমেদ. অর্পন দাস (জুনিয়র), মোহাম্মদ শামীম ও আর্য ভক্ত যথাক্রমে বসির মেমোরিয়াল চেস ক্লাবের মোহাম্মদ সেলিম, সৈয়দ সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ আল রাইসন ও কাজী তাহেরুল ইসলামকে পরাজিত করেন।
গোপালগঞ্জ খেলাঘর দাবা সংঘ ২.৫-১.৫ গেম পয়েন্টে ঢাকা নাইটস চেস ক্লাবকে পরাজিত করে। খেলাঘর দাবা সংঘে আব্দুল মোমিন ও নয়ন কুমার মোহন্ত যথাক্রমে ঢাকা নাইটস চেস ক্লাবের মারযুক চৌধুরী ও সাজ্জাদ কিশোরকে পরাজিত করেন। ঢাকা নাইটস চেস ক্লাবের ওয়াজিউল মেহেদী খেলাঘর দাবা সংঘের আনিসুজ্জামান জুয়েলকে পরাজিত করেন এবং খেলাঘর দাবা সংঘের মো. আলমগীর হোসেন ঢাকা নাইটস চেস ক্লাবের মো. হোসেন আলীর সাথে ড্র করেন।
ইসফট এরিনা ২-২ গেম পয়েন্টে কুষ্টিয়া মর্নিং গ্লোরী চেস ক্লাবের সাথে ড্র করে। ইসফট এরিনা চেস ক্লাবের বেলাল হোসেন মর্নিং গ্লোরী চেস ক্লাবের ডা. রতন কুমার পালকে এবং মর্নিং গ্লোরী চেস ক্লাবের মো. মোহাইমেনুল ইসলাম ইসফট এরিনা চেস ক্লাবের মো. সিদ্দীকুর রহমানকে পরাজিত করেন। ইসফট এরিনার উতেন ও স্বর্নাভো চৌধুরী যথাক্রমে মর্নিং গ্লোরী চেস ক্লাবের মাসুদুল হক ও সৈয়দ মাহবুবুল আলমের সাথে ড্র করেন।
২ মার্চ মঙ্গলবার বিকেল ৩টায় একই ভেন্যুতে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।
চেসবিডি.কম/এমএ