
টাইব্রেকিংয়ে শিরোপা হাতছাড়া করলেন আসাদুজ্জামান
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ২ মার্চ ২০২১
উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব (ইউসিসিসি) ১৪১তম অনলাইন ব্লিটজ টুর্নামেন্টে ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়েও শিরোপা জিততে পারলেন না বিশিষ্ট কবি, আন্তর্জাতিক দাবাড়ু, বাংলাদেশ পুলিশের টেবিল টেনিস ও দাবা চ্যাম্পিয়ন সিনিয়র এএসপি মো. আসাদুজ্জামান। টাইব্রেকিং পদ্ধতির ফাঁদে পড়ে তাকে এখন রানারআপ হয়েই তুষ্ট থাকতে হচ্ছে।
তবে সমানসংখ্যক ৯ ম্যাচে ৭ পয়েন্ট পয়েন্ট পেয়ে ঠিকই টাইব্রেকিং পদ্ধতিতে চ্যাম্পিয়ন হয়েছেন শাহীনূর হক।
এদিকে ৬ পয়েন্ট করে সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে তৃতীয় থেকে সপ্তম হয়েছেন যথাক্রমে ফিলিপাইনের ববি লাসকন, অনিক আব্দুল্লাহ, জুয়েল খান, মো. কামরুজ্জামান ও মামুন হোসেন।
অপরদিকে ৫ পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে অষ্টম থেকে চতুর্দশ স্থান লাভ করেন যথাক্রমে মো. আলামিন, জহিরুল আলম মোহন, নজরুল ইসলাম, পেরুর মার্কো এরেল্লানো কুইরোজ, লিটন চন্দ্র শীল, রাব্বি হোসেন এবং আজমাইন পারভেজ সায়র। আজমাইন অবশ্য অনূর্ধ্ব-১৬ গ্রুপে প্রথম হন।
উল্লেখ্য ২ মার্চ রাতে লিচেস.অরগ অনলাইন প্লাটফমে ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ টুর্নামেন্টে ৪০ জন দেশি-বিদেশি দাবাড়ু অংশগ্রহণ করেন।
চেসবিডি.কম/এমএ