
শীর্ষে বাংলাদেশ পুলিশ
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ২২ মার্চ ২০২১
মুজিববর্ষ সাইফ পাওয়ারটেক প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের চতুর্থ রাউন্ড শেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ ৪ খেলায় পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে।
সাইফ স্পোর্টিং ক্লাব ৩ খেলায় ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।
আজ সোমবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে চতুর্থ রাউন্ডে বাংলাদেশ পুলিশ ৩.৫-০.৫ গেম পয়েন্টে তিতাস ক্লাবকে পরাজিত করে। বাংলাদেশ পুলিশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ভারতীয় গ্র্যান্ডমাস্টার রৌনক সাদভানী ও গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব যথাক্রমে তিতাস ক্লাবের জাবেদ আল আজাদ, ভারতীয় আন্তর্জাতিকমাস্টার ধুলিপালা বালা চন্দ্র প্রসাদ ও ক্যান্ডিডেটমাস্টার ইকরামুল হক সিয়ামকে পরাজিত করেন। বাংলাদেশ পুলিশের ভারতীয় গ্র্যান্ডমাস্টার সূর্য শেখর গাঙ্গুলী তিতাস ক্লাবের ভারতীয় গ্র্যান্ডমাস্টার এরিগাইসি অর্জুনের সাথে ড্র করেন।
সাইফ স্পোর্টিং ক্লাব ৩-১ গেম পয়েন্টে শেখ রাসেল চেস ক্লাবকে পরাজিত করেন। সাইফ স্পোর্টিং ক্লাবের ভারতীয় গ্র্যান্ডমাস্টার বি আদিবান, বেলেরুশের গ্র্যান্ডমাস্টার ভ্লাদিশ্লাভ কোভালেভ ও গ্র্যান্ডমাস্টার রিফাত বিন যথাক্রমে শেখ রাসেল চেস ক্লাবের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, নাইম হক ও ভারতীয় সুমিত কুমারকে পরাজিত করেন। শেখ রাসেল চেস ক্লাবের কস্তভ কুন্ডু সাইফ স্পোর্টিং ক্লাবের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগকে পরাজিত করেন।
বাংলাদেশ বিমান ৩-১ গেম পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীকে পরাজিত করে। বাংলাদেশ বিমানের ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ ও ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসকে পরাজিত করেন। বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ও ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম যথাক্রমে বাংলাদেশ বিমানের ভারতীয় গ্র্যান্ডমাস্টার নীলউৎপল দাস ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের সাথে ড্র করেন।
সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে পরাজিত করে। সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবের ভারতীয় আন্তর্জাতিকমাস্টার শেখর চন্দ্র সাহু ও আন্তর্জাতিকমাস্টার অনুপ দেশমূখ যথাক্রমে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের আন্তর্জাতিকমাস্টার কোস্তভ চ্যাটার্জী ও ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়কে পরাজিত করেন। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ভারতীয় আন্তর্জাতিকমাস্টার মিত্রভা গুহ সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবের সব্যসাচী মন্ডলকে পরাজিত করেন। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের মো. আবু হানিফ সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবের দেওয়ান শহিদুল আমীনের সাথে ড্র করেন।
জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি ২-২ গেম পয়েন্টে লিওনাইন চেস ক্লাবের সাথে ড্র করে। জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন ও সংকেত চক্রবর্তী যথাক্রমে লিওনাইন চেস ক্লাবের শাহনাজ মোহাম্মদ ফারুক ও ভারতীয় শুভায়ন কুন্ডুকে পরাজিত করেন। লিওনাইন চেস ক্লাবের ভারতীয় অরন্যক ঘোষ ও মো. শওকত বিন ওসমান শাওন যথাক্রমে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির গােলাম মোস্তফা ভূঁইয়া ও মিহির লাল দাসকে পরাজিত করেন।
আগামীকাল ২৩ মার্চ মঙ্গলবার বিকেল ৩টা থেকে পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে। পঞ্চম রাউন্ডে লিওনাইন চেস ক্লাব বনাম সাইফ স্পোর্টিং ক্লাব, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব বনাম জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি, তিতাস ক্লাব বনাম সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব, বাংলাদেশ বিমান বনাম বাংলাদেশ পুলিশ, শাহিন চেস ক্লাব বনাম বাংলাদেশ নৌবাহিনী মোকাবিলা করবে। শেখ রাসেল চেস ক্লাবের এ রাউন্ডে বিরতি-দিন।
চেসবিডি.কম/এমএ