
অনলাইন অলিম্পিয়াড ১৩ আগস্ট শুরু
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ১৮ জুলাই ২০২১
বিশ্ব দাবা অলিম্পিয়াড চলতি বছরেও বোর্ডে গড়াচ্ছে না। যে কারণে গেল বছরের মতো এবারও বিশ্ব দাবা সংস্থা ‘অনলাইন অলিম্পিয়াড’ আয়োজন করার ঘোষণা দিয়েছে।
বিশ্ব দাবা সংস্থা আগামী ১৩ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ আসর করতে যাচ্ছে।
অনলাইন অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে বিশ্ব দাবা সংস্থা তাদের অ্যাফিলিয়েটেড দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে।
সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশ দাবা ফেডারেশনও দল গঠনের প্রস্তুতি নিতে যাচ্ছে।
চেসবিডি.কম/এমএ