আন্তর্জাতিক দাবা দিবস আজ

অনলাইন দাবা আন্তর্জাতিক জাতীয়


নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ২০ জুলাই ২০২১

আজ ২০ জুলাই আন্তর্জাতিক দাবা দিবস। বিশ্ব দাবা সংস্থার প্রতিটি সদস্য দেশই প্রতি বছর এই দিনটিকে বিশেষ মর্যাদায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে থাকে।

কিন্তু  বৈশ্বিক করোনা মহামারীর কারণে গত বছরের মতো এবেরো ফিদের সদস্য দেশগুলো অনলাইন প্লাটফর্মে সীমিত আয়োজনেই সীমাবদ্ধ থাকছে।

১৯২৪ সালের ২০ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্ব দাবা সংস্থা গঠন করা হয়। এদিনের স্মৃতি হিসাবে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক দাবা দিবস পালন করা হয়।

১৯৬৬ সালে প্রথমবারের জন্য আন্তর্জাতিক দাবা দিবস পালনের প্রস্তাবনা উপস্থাপন হলে তখন থেকেই এই দিবসটি উদযাপন হয়ে আসছে।

প্রতি বছর বিশ্ব দাবা সংস্থা বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে এই দিবস উদযাপন করে। এই দিবসের দিন বিশ্ব দাবা সংস্থার ১৮১ টি সদস্য দেশও অনুরূপ কর্মসূচি পালন করে আসছে নানা আয়োজনে। তবে করোনাকালে এবার খুবই সীমিতকরণ হচ্ছে।

এই দিবস বিশ্বের প্রায় ৬০ কোটি দাবা খেলোয়াড় পালন করেন। ২০১২ সালের এক সমীক্ষা অনুসারে বিশ্বের প্রাপ্তবয়স্ক লোকের ভিতর ৭০% জীবনের কোনো এক সময়ে দাবা খেলেছেন।

চেসবিডি.কম/এমএ