
করোনায় আক্রান্ত মলি
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ২০ জুলাই ২০২১
বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মাহমুদা হক চৌধুরী মলি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
উপমহাদেশের প্রথম নারী আন্তর্জাতিক দাবা সংগঠক মলি দু’দিন আগে জ্বর অনুভব করলে করোনা পরীক্ষা করেন। তাতে রিপোর্ট পজিটিভ আসে।
করোনা পজিটিভ হওয়ায় ফিদে আরবিটার ও ন্যাশনাল ইন্সট্রাক্টর মলি বর্তমানে ডাক্তারের পরামর্শে বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ম্যানেজিং ডিরেক্টর মলি বাংলা ভাষায় দাবার প্রথম অনলাইন নিউজ পোর্টাল ‘চেসবিডি.কম’ এর লাইভ অনুষ্ঠানের নিয়মিত অতিথি।
মাহমুদা হক চৌধুরী মলি দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেছেন।
চেসবিডি.কম/এমএ