এশিয়ান স্কুল দাবায় শীর্ষে নেই কেউ

অনলাইন দাবা আন্তর্জাতিক জাতীয়

নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ৩০ জুলাই ২০২১

এশিয়ান অনলাইন ওপেন স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ রাউন্ড শেষেও বাংলাদেশের খুদে দাবাড়ুরা খুব একটা প্রাধান্য দেখাতে পারছেন না। বিভিন্ন ক্যাটাগরিতে তারা অংশ নিলেও পয়েন্ট টেবিলের শীর্ষে নেই কেউ।

টোরনেলো.কম অনলাইন প্লাটফর্মে আজ ৩০ জুলাই শুক্রবার ওপেন বিভাগের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।

ষষ্ঠ রাউন্ড শেষে ৬ ম্যাচে অনূর্ধ্ব-৭ বিভাগে রাইয়ান রশিদ মুগ্ধ ৪ পয়েন্ট, সাফায়েত কিবরিয়া ৩.৫ পয়েন্ট, রাইয়ান চৌধুরী শায়ন ১.৫ পয়েন্ট; অনূর্ধ্ব-৯ বিভাগে আইয়ান রহমান ও রিদওয়ান রব্বানী ২ পয়েন্ট, জায়ান মাহমুদ, এনাস আলম খান, মাহমুদুল হাসান, আয়ান কামাল তালুকদার, সৈয়দ আশফাকুল মাহমুদ ও উসায়েদ ফারিস খান ১ পয়েন্ট করে; অনূর্ধ্ব-১১ বিভাগে সাকলাইন মোস্তফা সাজিদ ৪ পয়েন্ট, ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় ৩.৫ পয়েন্ট, সৈয়দ আহনাফ তাহমিদ সামি ও জায়ান মুয়াসসার গিয়াস ২ পয়েন্ট, আজরাফ আনান, রুজহান আমিন ও তোহামা নুফায়ের ১ পয়েন্ট করে; অনূর্ধ্ব-১৩ বিভাগে কাজী আফসান রওনক আনান ৩ পয়েন্ট, আরিয়ান তাহসিন পাইন ২.৫ পয়েন্ট, সৈয়দ রিদওয়ান ও এস এম আবির হোসেন ২ পয়েন্ট, মাহির ময়িদ ১.৫ পয়েন্ট, আহনাফ হাসার রাজ্জো, সোলোমন আজিজ, হৃদিপন সরকার ও তাজোয়ার নুর চৌধরী ১ পয়েন্ট করে: অনূর্ধ্ব-১৫ বিভাগে স্বর্নাভো চৌধুরী ও মো. আজমাইন পারভেজ সায়র ৪ পয়েন্ট, জায়িফ মাহিন চৌধুরী, মাহাম্মদ আবতাহি আবরার ও অদিপ্ত বড়ুয়া ৩ পয়েন্ট, মাসরুর নেওয়াজ ও মাবরুর নেওয়াজ ২.৫ পয়েন্ট, মর্তুজা মুহতাদি ইসলাম, অরিত্র মৃধা, শেখ অনুপম কাদের, সৌরদিপ দত্ত, শ্রেয়ান দেয়ানজি অর্গ ২ পয়েন্ট ও আরিজ আনাস এবং আবিয়ান লতিফ তোভাস ১ পয়েন্ট করে, অনূর্ধ্ব-১৭ বিভাগে মর্তুজা মাহাথির ইসলাম ও মোহাম্মদ শফিকুল ইসলাম ৩ পয়েন্ট, অমর্ত্য বড়ুয়া ২ পয়েন্ট, জায়েদ বিন হাবিব ও সাফি সিদ্দিীক ১ পয়েন্ট করে সংগ্রহ করেছেন।

আগামীকাল ৩১ জুলাই শনিবার বাংলাদেশ সময় দুপুর ১২টায় সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে। এর পর অষ্টম ও নবম বা শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।

চেসবিডি.কম/এমএ