চূড়ান্তপর্বে যেতে পারলো না কেউ

অনলাইন দাবা আন্তর্জাতিক জাতীয়

নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ৬ আগস্ট ২০২১

ফিদে অনলাইন র‌্যাপিড ক্যাডেট ও ইয়ুথ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব থেকে বাংলাদেশের কেউই চূড়ান্তপর্বে জায়গা করে নিতে পারলেন না। সাধ্যমত তারা দাবা বোর্ডে লড়াই করলেও নিজেদের সেরাটা মেলে ধরতে সক্ষম হননি।

এ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে বালিকা অনূর্ধ্ব-১৮ গ্রুপে১০৪ জনের মধ্যে ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ৩৯তম ও মহিলা ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা ৪১তম হয়েছেন। ৫ পয়েন্ট নিয়ে কাজী জারিন তাসনিম ৫৮তম এবং ৪ পয়েন্ট পেয়ে তাসনিয়া তারান্নুম অর্পা ৭৬তম স্থান পেয়েছেন।

এদিকে ওপেন অনূর্ধ্ব-১০ গ্রুপে ২২৭ জনের মধ্যে সাকলাইন মোস্তফা সাজিদ ৬ পয়েন্ট নিয়ে ৭০তম এবং রায়ান রশিদ মুগ্ধ ২.৫ পয়েন্ট নিয়ে ২০৭তম হয়েছেন।

অপরদিকে ওপেন অনূর্ধ্ব-১২ গ্রুপে ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড় ও মো. সাজিদুল হক এবং বালিকা অনূর্ধ্ব-১৬ গ্রুপে মহিলা ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস অংশগ্রহণ করেন। এ রিপোর্ট লেখাকালীন সময় তাদের খেলা চলছিল।

বাংলাদেশ দলের হেড অব ডেলিগেটের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক অর্গানাইজার ফিদে ইন্সট্রাক্টর ও মহিলা ক্যান্ডিডেটমাস্টার মাহমুদা হক চৌধুরী মলি।

চেসবিডি.কম/এমএ