
অনলাইন অলিম্পিয়াডে বাংলাদেশ সপ্তম
নিজস্ব প্রতিবেদক
চেসবিডি.কম
ঢাকা : ০৫ সেপ্টেম্বর ২০২১
ফিদে অনলাইন দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ সপ্তম হয়েছে। ডিভিশন-২ এর পুল ’এ’ আসরে ১০টি দলের মধ্যে ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে বাংলাদেশ সপ্তম হয়।
৪ সেপ্টেম্বর শনিবার সপ্তম, অষ্টম ও নবম তথা শেষ রাউন্ড অনলাইন প্লাটফর্মে খেলা অনুষ্ঠিত হয়। সপ্তম রাউন্ডে বাংলাদেশ ১.৫-৪.৫ গেম পয়েন্টে সেনজেন চায়নার কাছে হেরে গেলেও অষ্টম রাউন্ডে ৪.৫-১.৫ গেম পয়েন্টে চাইনিজ তাইপেকে পরাজিত করে। কিন্তু নবম বা শেষ রাউন্ডে ৫.৫-০.৫ গেম পয়েন্টে ফিলিপাইনের কাছে হেরে যায়।
অনলাইন দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে অংশ নেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস, মহিলা আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা, মহিলা আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ, মহিলা ফিদেমাস্টার তনিমা পারভীন, মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও কাজী জারিন তাসনিম। সহঅধিনায়কের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল।
উল্লেখ্য ১৬ পয়েন্ট সংগ্রহ করে ইন্দোনেশিয়া প্রথম ও ফিলিপাইন দ্বিতীয় এবং ১৩ পয়েন্ট নিয়ে সেনজেন চায়না তৃতীয় হয়ে পুল-এ হতে টপ ডিভিশনে উন্নীত হয়েছে।
চেসবিডি.কম/এমএ