গ্র্যান্ডমাস্টার্সে অরন্যক আন্তর্জাতিকমাস্টার্সে কোস্তভ শীর্ষে

আন্তর্জাতিক

ভারতের আন্তর্জাতিকমাস্টার অরন্যক ঘোষ ইয়ার লং প্রথম গ্র্যান্ডমাস্টার্স দাবা প্রতিযোগিতার অষ্টম রাউন্ড শেষে সাড়ে ছয় পয়েন্ট নিয়ে এককভাবে ফের শীর্ষে উঠে এসেছেন।

এদিকে ভারতের আন্তর্জাতিকমাস্টার নীলাস সাহা ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও ভারতের গ্র্যান্ডমাস্টার দীপ সেনগুপ্ত সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান রয়েছেন।

আজ বুধবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মিডিয়া সেন্টারে অষ্টম রাউন্ডের খেলায় আন্তর্জাতিকমাস্টার অরন্যক আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিনকে, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ নুরাইর শাহ শেখ ফিদেমাস্টার সুব্রত বিশ্বাসকে, গ্র্যান্ডমাস্টার দীপ সেনগুপ্তা আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিলকে ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার আলেকজান্ডার যুবারেভকে পরাজিত করেন। তবে আন্তর্জাতিকমাস্টার নীলাস বেলজিয়ামের গ্র্যান্ডমাস্টার ভাদিম মালাকাতকোর সাথে ড্র করেন।

এদিকে ইয়ার লং প্রথম আন্তর্জাতিকমাস্টার্স দাবা প্রতিযোগিতার নবম রাউন্ড শেষে ভারতের আন্তর্জাতিকমাস্টার কোস্তভ চ্যাটার্জী সাড়ে ছয় পয়েন্ট নিয়ে এককভাবে ফের শীর্ষে রয়েছেন।

চেক রিপাবলিকের গ্র্যান্ডমাস্টার আলেক্সি কিসলিনিস্কাই ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

ক্যান্ডিডেটমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে অবস্থান করছেন।

আজ বুধবার নবম রাউন্ডের খেলায় আন্তর্জাতিকমাস্টার কুস্তভ কিরগিজস্তানের আন্তর্জাতিকমাস্টার আসিল আবদিজাবারকে, গ্র্যান্ডমাস্টার আলেক্সি কিসলিনিস্কাই ফিদেমাস্টার তৈয়বুর রহমান সুমনকে, ক্যান্ডিডেটমাস্টার তাহসিন পাকিস্তানের আন্তর্জাতিকমাস্টার মাহমুদ লোদীকে, ফিদেমাস্টার দেবরাজ চ্যাাটার্জী ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়কে, ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ভারতের সৌরথ বিশ্বাসের সাথে ড্র করেন।

আগামীকাল বৃহস্পতিবার গ্র্যান্ডমাস্টার্স দাবার নবম বা শেষ রাউন্ড এবং আন্তর্জাতিকমাস্টার্স দাবার দশম বা শেষ রাউন্ডের খেলা বিকেল ৩টায় একই স্থানে শুরু হবে।