
গ্র্যান্ডমাস্টার্সে ৪জন ও আন্তর্জাতিকমাস্টার্সে ২জন শীর্ষে
ইয়ার লং দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার্স দাবার তৃতীয় রাউন্ড শেষে চার জন ২ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছেন। তারা হলেন ভারতের দুই আন্তর্জাতিকমাস্টার অরন্যক ঘোষ ও নীলাস সাহা, বেলজিয়ামের গ্র্যান্ডমাস্টার ভাদিম মালাকাতকো ও ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার আলেকজান্ডার যুবারেভ।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মিডিয়া সেন্টারে ১২ অক্টোবর তৃতীয় রাউন্ডে গ্র্যান্ডমাস্টার মালাকাতকো অনত চৌধুরীকে পরাজিত করেন। আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান গ্র্যান্ডমাস্টার যুবারেভের সাথে, আন্তর্জাতিকমাস্টার অরন্যক আন্তর্জাতিকমাস্টার কোস্তভ চ্যাটার্জীর সাথে, আন্তর্জাতিকমাস্টার নীলাস আজারবাইজানের গ্র্যান্ডমাস্টার আজির মিরযায়েভের সাথে ও ভারতের সংকেত চক্রবর্তী কিরগিজস্তানের আন্তর্জাতিকমাস্টার আসিল আবদিজবারের সাথে ড্র করেন।
এদিকে ইয়ার লং দ্বিতীয় আন্তর্জাতিকমাস্টার্স দাবার তৃতীয় রাউন্ড শেষে ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন ও ভারতের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ নুবাইর শাহ শেখ যুগ্মভাবে শীর্ষে রয়েছেন।
আন্তর্জাতিকমাস্টার্স দাবার তৃতীয় রাউন্ডে ক্যান্ডিডেটমাস্টার শরীফ পাকিস্তানের আন্তর্জাতিকমাস্টার মাহমুদ লোদীকে, আন্তর্জাতিকমাস্টার নুবাইরশাহ ফিদেমাস্টার সেখ নাসির আহমেদকে, চেক প্রজাতন্ত্রের গ্র্যান্ডমাস্টার আলেস্কি কিসলিনিস্কি স্বর্নাভো চৌধুরীকে, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ফিদেমাস্টার তৈয়বুর রহমান সুমনকে পরাজিত করেন। ক্যান্ডিডেটমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ভারতের সৌরথ বিশ্বাসের সাথে ড্র করেন।
১৩ অক্টোবর বিকেল ৩টা থেকে গ্র্যান্ডমাস্টার্স ও আন্তর্জাতিকমাস্টার্স দাবার চতুর্থ রাউন্ডের শুরু হবে।