ড্র করলেই আজ এলিগেন্ট চ্যাম্পিয়ন
এশিয়ান একাডেমিক হাইব্রিড দাবা চ্যাম্পিয়নশিপে ড্র করতে পারলেই বাংলাদেশের এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি চ্যাম্পিয়ন হবে।
সপ্তম তথা শেষ রাউন্ডে আজ শনিবার ইরানের পিশগাম নভিন-১ এর সাথে নুন্যতম ড্র করলেই শিরোপা জিতবে এলিগেন্ট।
বর্তমানে ষষ্ঠ রাউন্ড শেষে ১১ পয়েন্ট নিয়ে এলিগেন্ট এককভাবে শীর্ষে রয়েছে। তবে ১০ পয়েন্ট পেয়ে দ্বিতীয়স্থানে অবস্থান করছে ইরানের পিশগাম নভিন-২।
এদিকে শ্রীলঙ্কার ন্যাশনাল চেস একাডেমী ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে।
বাংলাদেশ সময় দুপুর ১২টায় অনলাইন দাবা প্লাটফরম টরনেলোতে হাইব্রিড পদ্ধতিতে সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে।