শীর্ষে রাজীব-নিয়াজ, দ্বিতীয়স্থানে জিয়া

জাতীয়

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ৪৬তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের দ্বাদশ রাউন্ড শেষে বাংলাদেশ আনসারের গতবারের চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ৯ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন।

তবে সাড়ে আট পয়েন্ট পেয়ে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান দ্বিতীয়স্থানে রয়েছেন।

এদিকে সাত পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ পুলিশের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ তৃতীয়স্থানে অবস্থান করছেন।

অপরদিকে সাড়ে ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের ক্যান্ডিডেটমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া চতুর্থ স্থানে রয়েছেন।

এছাড়া ছয় পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ পুলিশের গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ও বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন পঞ্চম স্থানে রয়েছেন।

আজ ৯ জানুয়ারি রোববার হোটেল এশিয়া রিসোটের ক্রাউন হলে দ্বাদশ রাউন্ডে নিয়াজ শরীফকে, রাজীব রিফাতকে, জিয়া নীড়কে, পরাগ নাইমকে ও আমিনুল তাহসিনকে পরাজিত করেন।

এছঅড়া রাকিব ও মিনহাজ এবং সুব্রত ও দেবরাজ একে অপরের সঙ্গে ড্র করেন।

আগামীকাল ১০ জানুয়ারি সোমবার বিকেল ৩টায় ত্রয়োদশ বা শেষ রাউন্ডে ফিদেমাস্টার আমিনুল বনাম ক্যান্ডিডেটমাস্টার নীড়, ফিদেমাস্টার দেবরাজ বনাম ক্যান্ডিডেটমাস্টার তাহসিন, গ্র্যান্ডমাস্টার রাজীব বনাম ফিদেমাস্টার সুব্রত, ফিদেমাস্টার পরাগ বনাম গ্র্যান্ডমাস্টার রিফাত, গ্র্যান্ডমাস্টার রাকিব বনাম ক্যান্ডিডেটমাস্টার নাইম, গ্র্যান্ডমাস্টার নিয়াজ বনাম আন্তর্জাতিকমাস্টার মিনহাজ মোকাবিলা করবে।