
চেসবিডি.কমের শোক প্রকাশ
বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের ক্রীড়া উপ-কমিটির সদস্য মো. মনিরুজ্জামান পলাশের মাতা জাহানারা বেগম আর নেই। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
কিডনি সংক্রান্ত জটিলতায় ৩১ জানুয়ারি সোমবার রাত ৯টায় জাহানারা বেগম ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
জাহানারা বেগমের মৃত্যুতে চেসবিডি.কমের ম্যানেজিং ডিরেক্টর মো. আরিফুর রহমান, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের অ্যাডহক কমিটি রাহাত হোসেন ও নারায়ণগঞ্জ জেলা দাবা খেলোয়াড় সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর ইসলাম শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এ ছাড়া বাংলাদেশ দাবা ফেডারেশন, বিভিন্ন ক্লাব, সংগঠক, সংগঠন ও দাবা খেলোয়াড়বৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।