আলজেরিয়াকে রুখে দিলেও এস্তোনিয়ার কাছে হার

অলিম্পিয়াড আন্তর্জাতিক জাতীয়

আলজেরিয়াকে রুখে দিলেও এস্তোনিয়ার কাছে হার
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
বাতুমি (জর্জিয়া), ২৭ সেপ্টেম্বর ২০১৮

বিশ্ব দাবা অলিম্পিয়াডের চতুর্থ রাউন্ডে আজ ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ ওপেন বিভাগে অালজেরিয়ার সাথে ড্র করেছে। তবে মহিলা বিভাগে বাংলাদেশ এস্তোনিয়ার কাছে শোচনীয় ভাবে হেরে যায়। কিন্ত উভয় বিভাগেই প্রায় সম-শক্তির প্রতিপক্ষ পেয়েছিল বাংলাদেশ। কিন্ত চৌষট্টি খোপের দাবার জমিনে দেশসেরা দাবাড়ুরা নিজেদের সেরাটা মেলে ধরতে পারেননি।

৫৭তম সিডেড আলজেরিয়ার সাথে ৬৪তম সিডেড লাল-সবুজের দেশ ২-২ পয়েন্টে ড্র করেছে। প্রতিপক্ষ সাত ধাপ এগিয়ে থাকা সত্বেও বাংলাদেশ আত্মপ্রত্যয়ী নৈপূণ্য দেখিয়ে প্রায় সম-শক্তির দলের কাছে থেকে পয়েন্ট ছিনিয়ে নেয়। অার একটু হলে তো বাংলাদেশ জিতেই যেতে পারতো।

এক নম্বর বোর্ডে গ্র্যান্ডমাস্টার মোল্লা আবদুল্লাহ আল রাকিব (2472) শক্তিশালী গ্র্যান্ডমাস্টার বেলাহ্যাসিন বিলেলের (2501) সাথে এবং তিন নম্বর বোর্ডে ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (2263) অান্তর্জাতিক মাস্টার আরব অ্যাডলনের (2482) সাথে ড্র করেন।

তবে দুই নম্বর বোর্ডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান (2477) গ্র্যান্ডমাস্টার রিজউক আইমন (2445) কে হারালেও চার নম্বর বোর্ডে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব (2452) আন্তর্জাতিক মাস্টার বেলাউদাহ সাদের (2413) কাছে হেরে যান। রাজীব নুন্যতম ড্র করতে পারলেই দরুণ একটি জয় নিয়ে ফিরতে পারতো বাংলাদেশ।

এদিকে মহিলা বিভাগে ৬০তম সিডেড বাংলাদেশ অপেক্ষাকৃত শক্ত প্রতিপক্ষ ৪০তম সিডেড দল এস্তোনিয়ার কাছে ০.৫-৩.৫ পয়েন্টে হেরেছে।একমাত্র তিন নম্বর বোর্ডে মহিলা ফিদেমাস্টার শারমীন সুলতানা শিরিন (1974) আন্তর্জাতিক মহিলা মাস্টার তসিগ্যানোভা মনিকার (2102) সাথে ড্র করেন।

কিন্ত এক নম্বর বোর্ডে অান্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা (2152) অান্তর্জাতিক মহিলা মাস্টার নরভা মাই’র (2320) কাছে, দুই নম্বর বোর্ডে মহিলা ফিদেমাস্টার তনিমা পারভীন (2022) মহিলা ফিদেমাস্টার ওল্ডে মার্গারেথের (2158) কাছে এবং চার নম্বর বোর্ডে অান্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ (1909) মহিলা ফিদেমাস্টার নরভা ত্রিনের (2113) কাছে পরাজিত হন।

যদিও ওপেন বিভাগে বাংলাদেশ প্রথম রাউন্ডে ৪-০ পয়েন্টে পালাউকে ও দ্বিতীয় রাউন্ডে একই ব্যবধানে ইন্টারন্যাশনাল ব্রেইল চেস এসোসিয়েশন (আইবিসিএ) কে পরাজিত করে। তৃতীয় রাউন্ডে অবশ্য ০.৫-৩.৫ পয়েন্টে ভিয়েতনামের কাছে হেরে যায়।

তবে মহিলা বিভাগে লাল-সবুজ পতাকাধারী খেলোয়াড়রা প্রথম রাউন্ডে ৪-০ পয়েন্টে কসোভাকে হারালেও দ্বিতীয় রাউন্ডে দুর্দান্ত লড়েও ১-৫-২.৫ পয়েন্টে শক্তিশালী স্পেনের কাছে হেরে যায়। তবে তৃতীয় রাউন্ডে ৩.৫-০.৫ পয়েন্ট পর্তুগালকে পরাজিত করে।
চেসবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *