স্বাধীনতা দিবস দাবায় রাতুল চ্যাম্পিয়ন

জাতীয় দেশজুড়ে

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে নুরুল ইসলাম স্মৃতি পাঠাগার আয়োজিত স্বাধীনতা দিবস দাবা প্রতিযোগিতায় মেহেরাব হোসেন রাতুল অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

এদিকে দারুণ প্রতিদ্বন্দ্বিতার পর রানারআপ হয়েছেন নীলিমা আক্তার।

অপরদিকে মুন্নী তৃতীয় স্থান লাভ করেন।

নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারে ২৫ মার্চ সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চেসবিডি.কম সম্পাদক মোরসালিন আহমেদ।

সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ফিদে আরবিটার মোহাম্মদ শামীম।

দিনব্যাপী এ প্রতিযোগিতায় শিশু-কিশোররা অংশগ্রহণ করেন।