
সুবর্ণজয়ন্তী স্বাধীনতা দিবস দাবায় তাহসিন অপরাজিত চ্যাম্পিয়ন
সুবর্ণজয়ন্তী স্বাধীনতা দিবস ফিদে র্যাপিড দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন।
এদিকে ৭.৫ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব রানারআপ ও বাংলাদেশ পুলিশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান তৃতীয়স্থান লাভ করেন।
অপরদিকে ৭ পয়েন্ট পেয়ে একসেস ক্লাবের মো. আবু হানিফ চতুর্থ হয়েছেন।
তবে ৬.৫ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চম হতে দ্বাদশতম হয়েছেন যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, বাংলাদেশ পুলিশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন, বাংলাদেশ আনসারের স্বর্নাভো চৌধুরী, শেখ রাসেল চেস ক্লাবের গোলাম মোস্তফা ভূঁইয়া, মো. আজমাইন পারভেজ সায়র ও রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের অনত চৌধুরী।
এছাড়া ছয় পয়েন্ট নিয়ে এয়োদশ থেকে ১৬তম হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেটমাস্টার মোহাম্মদ মাহতাবউদ্দিন ও ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবে ক্যান্ডিডেটমাস্টার ইকরামুল হক সিয়াম ও বাংলাদেশ পুলিশের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ।
বিশেষ পুরস্কার পেয়েছেন যথাক্রমে নারী আন্তর্জাতিকমাস্টার শারমীন সুলতানা শিরিন, নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা, মোহাম্মদ শফিকুল ইসলাম, মো. সাজিদুল হক, সাকলাইন মোস্তফা সাজিদ ও দেলোয়ার হোসেন।
খেলা বোর্ডে গড়ানোর আগে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি কে এম শহিদউল্যা। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ২৬ মার্চ দিনব্যাপী ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ২ জন গ্র্যান্ডমাস্টার, ৩ জন আন্তর্জাতিকমাস্টার, ১ জন নারী আন্তর্জাতিকমাস্টার, ৭ জন ফিদেমাস্টার, ১ জন নারী ফিদেমাস্টার, ৮ জন ক্যান্ডিডেটমাস্টার ও ২ জন নারী ক্যান্ডিডেটমাস্টারসহ ১১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।