ক্লাবস লিগের কোয়ার্টার ফাইনালে ইউসিসিসি

অনলাইন দাবা আন্তর্জাতিক

অনলাইন প্লাটফর্ম চেস.কম আয়োজিত ক্লাবস লিগের সেশন-৪ এর কোয়ার্টার ফাইনালে উঠেছে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব (ইউসিসিসি)।

এবারের লিগের শুরু থেকেই ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়ে ক্লাবস লিগের খেলায়। এরমধ্যে চতুর্থ রাউন্ডের খেলা বাতিল করা হয়েছিলো। শুধু তাই নয় দুই সপ্তাহের জন্য লিগ স্থগিত রাখতেও বাধ্য হয় লিগ কর্তৃপক্ষ। এখানেই শেষ নয়, লিগের নিয়ম অনুযায়ী কোয়ার্টার ফাইনালে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিপক্ষ হওয়ার কথা চেক রিপাবলিকের টিজে ভালাস্কা বাইস্ট্রিক সাচি — যেটা ছিলো উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের জন্য অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ। আর রাশিয়ার চেস স্কুল এতুদের প্রতিপক্ষ ছিল লিগের গত তিন সেশনের চ্যাম্পিয়ন ইউক্রেনের কিয়েভ চেস ক্লাব।

কিন্তু কিয়ের চেস ক্লাব রাশিয়ান প্রতিপক্ষের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানালে লিগ কর্তৃপক্ষ নজিরবিহীনভাবে নিয়ম ভঙ্গ করে কোয়ার্টার ফাইনালের ফিক্সচারে আংশিক পরিবর্তন এনে সূচি প্রকাশ করে যেখানে কিয়েভ চেস ক্লাব এবং উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিপক্ষে পরিবর্তন আসে। যদিও লিগের প্রথম পর্বে ইউক্রেনের এই ক্লাবটি রাশিয়ান প্রতিপক্ষের সাথে খেলেছিলো তবুও তারা কোয়ার্টার ফাইনালে রাশিয়ান প্রতিপক্ষের সাথে খেলতে না চাওয়ার কারণে ফিক্সচার এ আংশিক পরিবর্তন আনে লিগ কমিটি — যা অপ্রত্যাশিত এবং অনভিপ্রেত। এই ব্যাপারে লিগ কমিটির কাছে জোরালো প্রতিবাদ জানায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব।

যদিও উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিবাদে কোনরূপ কর্ণপাত করেনি লিগ কর্তৃপক্ষ। যেহেতু উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব এই লিগের শুরু থেকেই নিয়মিতভাবে খেলে আসছে সেহেতু খেলাধুলার বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে লিগ বয়কট না করে কোয়ার্টার ফাইনালে রাশিয়ান প্রতিপক্ষের সাথেই খেলতে রাজি হয়। অপরদিকে ইউক্রেনের ক্লাবটি চেস.কম- এর বিভিন্ন ফোরামে রাশিয়ান প্রতিপক্ষকে লিগ থেকে বহিস্কার করার জন্য জনমত গঠন করার চেষ্টা অব্যাহত রেখেছে।