কিট গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে জিয়া ১৫তম
ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে ১৩তম কিট আন্তর্জাতিক দাবা ফেস্টিভালে গ্র্যান্ডমাস্টার্স ইভেন্টে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ১৫তম হয়েছেন। তিনি ১০ ম্যাচে ৭ পয়েন্ট সংগ্রহ করে একাদশ স্থানের জন্য টাই করে টাইব্রেকিং পদ্ধতিতে ১৫তম হন।
এদিকে অপর বাংলাদেশী খেলোয়াড়দের মধ্যে যদুনাথ বিশ্বাস ২.৫ পয়েন্ট পেয়ে ১৬৯তম এবং কুমুদিনী নার্গিস ২ পয়েন্ট নিয়ে ১৭১তম হয়েছেন।
তবে এ আসরে তাজিকিস্তানের গ্র্যান্ডমাস্টার এমোনাটভ ফারুক ৮.৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।
উল্লেখ্য ১০টি দেশের ১১ জন গ্র্যান্ডমাস্টার, একজন নারী গ্র্যান্ডমাস্টার, ১৪ জন আন্তর্জাতিকমাস্টার ও ১ জন নারী আন্তর্জাতিকমাস্টারসহ মোট ১৭৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।