এশিয়ান অনলাইন দাবায় সুকন্যা চতুর্থ
এশিয়ান অনলাইন দাবা চ্যাম্পিয়নশিপ ডিস্যাবিলিটিজ নারী গ্রুপে বাংলাদেশের মারুফা আজাদ সুকন্যা ৫ ম্যাচে ৩ পয়েন্ট পেয়ে চতুর্থ হয়েছেন। তবে শর্মী রায় ১ পয়েন্ট পেয়ে দশম হয়েছেন।
এদিকে এশিয়ান অনলাইন দাবা চ্যাম্পিয়নশিপ ফর প্লেয়ার্স উইথ ডিস্যাবিলিটিজের ভিজুয়্যালি ইমপাইরেড ওপেন গ্রুপে বাপ্পী সরকার ষষ্ঠ ও সৈয়দ এজাজ হোসেন সপ্তম হয়েছন। বাপ্পী ও এজাজ উভয়ে ৫ ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহ করায় টাইব্রেকিং পদ্ধতিতে বাপ্পী ষষ্ঠ ও এজাজ সপ্তম হন।
উল্লেখ্য তিনদিনব্যাপী অনুষ্ঠিত এ আসর অনলাইন প্লাটফর্ম টরনেলো.কম- এ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলের হেড অব ডেলিগেটের দায়িত্ব পালন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্মসম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু।