পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ৮ দল

জাতীয় দেশজুড়ে

সাইফ পাওয়ারটেক দ্বিতীয় বিভাগ দাবা লিগের দ্বিতীয় রাউন্ড শেষে ৮টি দল পূর্ণ ৪ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছে। দলগুলো হচ্ছে হামিদ স্পোর্টস একাডেমি, আসাদ চেস ক্লাব, স্পোর্টিস বাংলা, বাংলাদেশ পুলিশ প্রাইম চেস টিম, দেশসেবা ক্রীড়া চক্র, নূরুল ইসলাম স্মৃতি পাঠাগার, মনিং গ্লোরী চেস ক্লাব ও সাধারণ বীমা স্পোর্টিং ক্লাব।

এদিকে ৪টি দল ৩ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয়স্থানে রয়েছে। দলগুলো হচ্ছে বাংলাদেশ চেস এরিনা, স্পন্দন ঢাকা, দাবার ত্রয়ী অগ্রজ স্মরণ সংঘ-গ্রিন ও মো. শফি উদ্দিন শাহ স্মৃতি পরিষদ।

আজ মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে দ্বিতীয় রাউন্ডে মর্নিং গ্লোরি চেস ক্লাব কুষ্টিয়া ৩.৫-০.৫ গেম পয়েন্টে গোয়ালানন্দ চেস ক্লাবকে, স্পোর্টস বাংলা ৩-১ গেম পয়েন্টে দিপালী মেমোরিয়াল ক্লাবকে, হামিদ স্পোর্টস একাডেমি ৪-০ গেম পয়েন্টে বাংলাদেশ ব্যাংক ক্লাবকে, সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে কিং চেস ক্লাব টাঙ্গাইলকে, নূরুল ইসলাম স্মৃতি পাঠাগার ৩.৫-০.৫ গেম পয়েন্টে বাংলাদেশ পুলিশ ক্রাউন চেস ক্লাবকে, বাংলাদেশ পুলিশ প্রাইম চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি-উত্তরাকে, আসাদ চেস টিম ৩.৫-০.৫ গেম পয়েন্টে বাংলাদেশ পুলিশ স্টার চেস ক্লাবকে দেশসেবা ক্রীড়া চক্র ৩-১ গেম পয়েন্টে শওকত ওসমান স্মৃতি পরিষদকে, বাংলাদেশ চেস এরিনা ৩-১ গেম পয়েন্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ও স্পন্দন ঢাকা ৩.৫-০.৫ গেম পয়েন্টে ম্যানহা’স ক্যাসলকে পরাজিত করেন। দাবার ত্রয়ী অগ্রজ স্মরণ সংঘ-গ্রিন ২-২ গেম পয়েন্টে মোঃ শফি উদ্দিন শাহ স্মৃতি পরিষদের সাথে ড্র করে।

আগামীকাল ২০ জুলাই বুধবার বিকেল ৩টায় একই স্থানে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে।