দাবা লিগে নূরুল ইসলাম স্মৃতি পাঠাগারের চমক

জাতীয় দেশজুড়ে

সাইফ পাওয়ারটেক দ্বিতীয় বিভাগ দাবা লিগের তৃতীয় রাউন্ডে নারায়ণগঞ্জের নূরুল ইসলাম স্মৃতি পাঠাগার ২.৫-১.৫ গেম পয়েন্টে শীর্ষবাছাই কুষ্টিয়ার মর্নিং গ্লোরি চেস ক্লাবকে পরাজিত করে চমক দেখিয়েছে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ লড়াইয়ে নূরুল ইসলাম স্মৃতি পাঠাগারের হাবিবুর রহমান সোহেল ও মর্তুজা মুহতাদি ইসলাম যথাক্রমে মর্নিং গ্লোরি চেস ক্লাবের চানু মিয়া ও ডাক্তার রতন কুমার পালকে পরাজিত করেন। তবে মর্নিং গ্লোরি চেস ক্লাবের মাসুদুল হক নূরুল ইসলাম স্মৃতি পাঠাগারের রুবেল হোসেনকে হারিয়েছেন। তবে নূরুল ইসলাম স্মৃতি পাঠাগারের তৌহিদুল ইসলাম শিলু ও মর্নিং গ্লোরি চেস ক্লাবের মো. নজরুল ইসলামের মধ্যকার ম্যাচটি ড্র হয়।

বাংলাদেশ দাবা ফেডারেশনে ২০ জুলাই বুধবার তৃতীয় রাউন্ড শেষে ৪টি দল পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছে। দলগুলো হচ্ছে নূরুল ইসলাম স্মৃতি পাঠাগার, হামিদ স্পোর্টস একাডেমি, স্পোর্টিস বাংলা ও সাধারণ বীমা স্পোটির্ং ক্লাব।

এদিকে ৫ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ চেস এরিনা ও মো. শফিউদ্দিন শাহ স্মৃতি পরিষদ দ্বিতীয়স্থানে রয়েছে।

তৃতীয় রাউন্ডে হামিদ স্পোর্টস একাডেমি ৩-১ গেম পয়েন্টে দেশসেবা ক্রীড়া চক্রকে, স্পোর্টিস বাংলা ৩.৫-০.৫ গেম পয়েন্টে বাংলাদেশ পুলিশ প্রাইম চেস ক্লাবকে, সাধারণ বীমা স্পোর্টিং ক্লাব ৪-০ গেম পয়েন্টে আসাদ চেস ক্লাবকে, বাংলাদেশ চেস এরিনা ৩-১ গেম পয়েন্টে দাবার ত্রয়ী অগ্রজ স্মরণ সংঘ-গ্রিনকে এবং মো. শফিউদ্দিন শাহ স্মৃতি পরিষদ ২.৫-১.৫ গেম পয়েন্টে স্পন্দন ঢাকাকে পরাজিত করে।

২১ জুলাই বৃহস্পতিবার বিকেল ৩টায় একই স্থানে চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে।