বাংলাদেশের প্রতিপক্ষ আজ তুর্কিমেনিস্তান-ক্রোয়েশিয়া

অলিম্পিয়াড আন্তর্জাতিক জাতীয়

বাংলাদেশের প্রতিপক্ষ আজ তুর্কিমেনিস্তান-ক্রোয়েশিয়া
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
বাতুমি (জর্জিয়া), ১ অক্টোবর ২০১৮

বিশ্ব দাবা অলিম্পিয়াডের ষষ্ঠ রাউন্ড শেষে বাংলাদেশ ওপেন বিভাগে ৩ জয়, ২ ড্র আর ১ হারসহ ৮ পয়েন্ট সংগ্রহ করে ১৮৫টি দলের মধ্যে বর্তমানে ৪৪তম স্থানে অবস্থান করছে। অপরদিকে মহিলা বিভাগে ৩ জয়, ১ ড্র আর ২ হারসহ ৭ পয়েন্ট নিয়ে ১৫১টি দলের মধ্যে ৪৯তম স্থানে রয়েছে। উল্লেখ্য ওপেন বিভাগে ১২ পয়েন্ট নিয়ে অাজারবাইজান ও পোল্যান্ড এবং মহিলা বিভাগে ১১ পয়েন্ট নিয়ে আর্মেনিয়া ও মার্কিন যুক্তরাস্ট্র শীর্ষে অবস্থান করছে।

আজ ১ অক্টোবর জর্জিয়ার বাতুমি শহরে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় সপ্তম রাউন্ডের খেলা বোর্ডে গড়াবে।ওপেন বিভাগে ৬২তম সিডেড তুর্কিমেনিস্তানের সাথে ৬৪তম সিডেড বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। অপরদিকে মহিলা বিভাগে ৪৪তম সিডেড ক্রোয়েশিয়ার সাথে ৬৪তম সিডেড বাংলাদেশ মোকাবেলা করবে।

এর আগে বাংলাদেশ ওপেন বিভাগে প্রথম রাউন্ডে ৪-০ পয়েন্টে পালাউকে ও দ্বিতীয় রাউন্ডে একই ব্যবধানে ইন্টারন্যাশনাল ব্রেইল চেস এসোসিয়েশন (আইবিসিএ) কে পরাজিত করে। তৃতীয় রাউন্ডে অবশ্য ০.৫-৩.৫ পয়েন্টে ভিয়েতনামের কাছে হেরে যায়। চতুর্থ রাউন্ডে ২-২ পয়েন্টে আলজেরিয়ার সাথে ড্র করলেও পঞ্চম রাউন্ডে এসে ৩-১ পয়েন্টে হারিয়েছে মাদাগাস্কারকে।ষষ্ঠ রাউন্ডে এসে অবশ্য ২-২ পয়েন্টে চিলির সাথে ড্র করে।

অপরদিকে মহিলা বিভাগে লাল-সবুজ পতাকাধারী খেলোয়াড়রা প্রথম রাউন্ডে ৪-০ পয়েন্টে কসোভাকে হারালেও দ্বিতীয় রাউন্ডে দুর্দান্ত লড়েও ১-৫-২.৫ পয়েন্টে শক্তিশালী স্পেনের কাছে হেরে যায়। তবে তৃতীয় রাউন্ডে ৩.৫-০.৫ পয়েন্ট পর্তুগালকে পরাজিত করে।চতুর্থ রাউন্ডে এস্তোনিয়ার কাছে ০.৫-৩.৫ পয়েন্টে হারলেও পঞ্চম রাউন্ডে ৩-১ পয়েন্টে সিঙ্গাপুরকে পরাজিত করে। ষষ্ঠ রাউন্ডে জ্যামাইকার সাথে ২-২ পয়েন্টে ড্র করেছে।

খেলাগুলো সরাসরি দেখতে http://batumi2018.fide.com/en ক্লিক করে LIVE গিয়ে বিশ্বসেরা দাবাড়ুদের খেলা উপভোগ করা যাবে।
চেসবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *