আইএম মানিসের সঙ্গে ড্র দিয়ে শুরু করলেন জিএম জিয়া

আন্তর্জাতিক জাতীয়

সংযুক্ত আরব আমিরাতে ২৮তম আবুধাবী আন্তর্জাতিক দাবা ফেস্টিভ্যালের উদ্বোধনী দিনে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান জয় পেলেও ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। কিন্তু হেরেছেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ।

আবুধাবী শহরে বুধবার রাতে মাস্টার্স ইভেন্টের প্রথম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার ফাহাদ (২৪০১) নাইজেরিয়ার আন্তর্জাতিকমাস্টার ওকেকে আইজাক চুকয়ুদালুকে (২১৮৫) পরাজিত করেন।

কিন্ত গ্র্যান্ডমাস্টার জিয়া (২৪২৭) ভারতের আন্তর্জাতিকমাস্টার মানিস আন্ত ক্রিস্টিয়ানোর (২২১৫) সাথে ড্র করেন।

তবে ফিদেমাস্টার তাহসিন (২৩২১) সার্বিয়ার সুপার গ্র্যান্ডমাস্টার ইন্ডইক আলেকজান্ডারের (২৬১৩) কাছে এবং ফিদেমাস্টার পরাগ (২২১১) উজবেকস্তানের ফিদেমাস্টার মাদামিনভ মুখিদ্দিনের (২৪০৮) কাছে হেরেছেন।

উল্লেখ্য ২৮তম আবুধাবী আন্তর্জাতিক দাবা ফেস্টিভ্যাল মাস্টার্স ইভেন্টে ৩১টি দেশের ৪৩ জন গ্র্যান্ডমাস্টার, ৭ জন নারী গ্র্যান্ডমাস্টার, ৩৪ জন আন্তর্জাতিকমাস্টার, ৩ জন নারী আন্তর্জাতিকমাস্টার, ৩৬ জন ফিদেমাস্টার, ২ জন নারী ফিদেমাস্টার ও ৫ জন ক্যান্ডিডেটমাস্টারসহ মোট ১৪৮ জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করছেন।