জয়ের দেখা পেলেন তাহসিন ও পরাগ

আন্তর্জাতিক

২৮তম আবুধাবী আন্তর্জাতিক দাবা ফেস্টিভ্যাল মাস্টার্স টুর্নামেন্টের সপ্তম রাউন্ডে এসে প্রথম জয়ের মুখ দেখেছেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। অপরদিকে চার ম্যাচ পর জয়ে ফিরেছেন ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী শহরে ২৩ আগস্ট মাস্টার্স ইভেন্টের সপ্তম রাউন্ডে তাহসিন (২৩২১) ভারতের বৈভব জয়ন্ত রাউতকে (২২১৭) এবং পরাগ (২২১১) স্বাগতিক সংযৃক্ত আরব আমিরাতের হামাদ বাদেরকে (২০২৯) পরাজিত করেন।

এদিকে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (২৪০১) ভারতের শক্তিশালী গ্র্যান্ডমাস্টার ইনিয়ানের (২৫৫৬) সাথে ড্র করেছেন।

কিন্তু গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান (২৪২৭) ভারতের সুপার গ্র্যান্ডমাস্টার আরিয়ান চোপরার (২৬২৭) কাছে পরাজিত হয়েছেন।

৭ ম্যাচ শেষে জিয়া ও ফাহাদ ৪ পয়েন্ট করে, তাহসিন ৩.৫ পয়েন্ট ও পরাগ ২ পয়েন্ট সংগ্রহ করেছেন।

অষ্টম রাউন্ডের খেলা ২৪ আগস্ট বোরবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে।