
বাংলাদেশ আজ রোমানিয়া-ওয়েলসের সাথে লড়ছে
বাংলাদেশ আজ রোমানিয়া-ওয়েলসের সাথে লড়ছে
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
বাতুমি (জর্জিয়া), ২ অক্টোবর ২০১৮
বিশ্ব দাবা অলিম্পিয়াডের অষ্টম রাউন্ড আজ ২ অক্টোবর জর্জিয়ার বাতুমি শহরে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় বোর্ডে গড়াবে।ওপেন বিভাগে ২১তম সিডেড শক্তিশালী রোমানিয়ার সাথে ৬৪তম সিডেড বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। অপরদিকে মহিলা বিভাগে ৭১তম সিডেড ওয়েলসের সাথে ৬০তম সিডেড বাংলাদেশ মোকাবেলা করবে।
আজ ওপেন বিভাগের এক নম্বর বোর্ডে গ্র্যান্ডমাস্টার মোল্লা আবদুল্লাহ আল রাকিব (2472) ও গ্র্যান্ডমাস্টার লুপুলেসকু কনস্টান্টিন (2606), দুই নম্বর বোর্ডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান (2477) ও গ্র্যান্ডমাস্টার পার্লিগ্রাস মির্সিয়া এমিলিয়ান (2623), তিন নম্বর বোর্ডে ফিদেমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (2263) ও গ্র্যান্ডমাস্টার ওয়াজদা লেভেন্টে (2551) এবং চার নম্বর বোর্ডে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব (2452) ও গ্র্যান্ডমাস্টার চিরিলা, ইওন-ক্রিশিয়ান (2576) মোকাবেলা করবেন।
এদিকে মহিলা বিভাগে এক নম্বর বোর্ডে মহিলা ফিদেমাস্টার তনিমা পারভীন (2022) ও মহিলা ফিদেমাস্টার রিচমন্ড জেন (2053), দুই চার নম্বর বোর্ডে মহিলা ফিদেমাস্টার শারমীন সুলতানা শিরিন (1974) ও মহিলা ক্যান্ডিডেটমাস্টার সিভারজিসিংম ভেনিসিয়া (1771), তিন নম্বর বোর্ডে অান্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ (1909) ও মহিলা ক্যান্ডিডেটমাস্টার ক্যাম্প ইমোজেন (1940) এবং চার নম্বর বোর্ডে মহিলা ফিদেমাস্টার জাকিয়া সুলতানা (1838) ও মহিলা ক্যান্ডিডেটমাস্টার সিভারজিসিংম শায়ানা (1788) প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এর আগে বাংলাদেশ ওপেন বিভাগে প্রথম রাউন্ডে ৪-০ পয়েন্টে পালাউকে ও দ্বিতীয় রাউন্ডে একই ব্যবধানে ইন্টারন্যাশনাল ব্রেইল চেস এসোসিয়েশন (আইবিসিএ) কে পরাজিত করে। তৃতীয় রাউন্ডে অবশ্য ০.৫-৩.৫ পয়েন্টে ভিয়েতনামের কাছে হেরে যায়। চতুর্থ রাউন্ডে ২-২ পয়েন্টে আলজেরিয়ার সাথে ড্র করলেও পঞ্চম রাউন্ডে এসে ৩-১ পয়েন্টে হারিয়েছে মাদাগাস্কারকে।ষষ্ঠ রাউন্ডে এসে ২-২ পয়েন্টে চিলির সাথে আর সপ্তম রাউন্ডে তুর্কিমেনিস্তানের সাথে ড্র করে।
অপরদিকে মহিলা বিভাগে লাল-সবুজ পতাকাধারী খেলোয়াড়রা প্রথম রাউন্ডে ৪-০ পয়েন্টে কসোভাকে হারালেও দ্বিতীয় রাউন্ডে দুর্দান্ত লড়েও ১-৫-২.৫ পয়েন্টে শক্তিশালী স্পেনের কাছে হেরে যায়। তবে তৃতীয় রাউন্ডে ৩.৫-০.৫ পয়েন্ট পর্তুগালকে পরাজিত করে।চতুর্থ রাউন্ডে এস্তোনিয়ার কাছে ০.৫-৩.৫ পয়েন্টে হারলেও পঞ্চম রাউন্ডে ৩-১ পয়েন্টে সিঙ্গাপুরকে পরাজিত করে। ষষ্ঠ রাউন্ডে জ্যামাইকার সাথে ২-২ পয়েন্টে ড্র করেছে।তবে সপ্তম রাউন্ডে ক্রোয়েশিয়ার কাছে ৩-১ পয়েন্টে হেরে যায়।
খেলাগুলো সরাসরি দেখতে http://batumi2018.fide.com/en ক্লিক করে LIVE গিয়ে বিশ্বসেরা দাবাড়ুদের খেলা উপভোগ করা যাবে।
চেসবিডি.কম/এমএ