
রানী হামিদের জার্নালিস্ট এওয়ার্ড লাভ
রানী হামিদের জার্নালিস্ট এওয়ার্ড লাভ
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
বাতুমি (জর্জিয়া), ২ অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ জার্নালিস্ট এওয়ার্ড লাভ করেছেন। জর্জিয়ার বাতুমি শহরে ৪৩তম বিশ্ব দাবা অলিম্পিয়াড কভার করতে আসা বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের ভোটে তিনি জার্নালিস্ট চয়েস পুরস্কার লাভ করেন।
অলিম্পিয়াডের প্রেস সেন্টারে দাবায় বিশেষ অবদানের জন্য রানী হামিদকে জার্নালিস্ট এওয়ার্ড প্রদান করা হয়। ২ অক্টোবর মঙ্গলবার রাতে বাতুমির হিলটন হোটেলে জর্জিয়া দাবা ফেডারেশনের সভাপতি গিওরগাজজে গিওরগি তার হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য রানী হামিদ এ পর্যন্ত ১৮টি বিশ্ব দাবা অলিম্পিয়াডে অংশ নেন। শুধু মহিলা দলেই নন, ওপেন বিভাগেও তার খেলার কৃতিত্ব রয়েছে। ১৯ বার তিনি জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়ন হন। এমন কী ৩ বার ব্রিটিশ মহিলা দাবা চ্যাম্পিয়ন হবার অনন্য কৃতিত্ব দেখান।
চেসবিডি.কম/এমএ