এশিয়ান কন্টিনেন্টাল দাবায় রাজীব-জান্নাতুল

আন্তর্জাতিক জাতীয়

ভারতের রাজধানী নয়াদিল্লীতে আগামীকাল ২৬ অক্টোবর বুধবার থেকে এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন ও নারী বিভাগের খেলা বোর্ডে গড়াতে যাচ্ছে।

এ আসরের ওপেন বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও নারী বিভাগে জাতীয় নারী চ্যাম্পিয়ন জান্নাতুল ফেরদৌস অংশগ্রহণ করছেন।

আজ ২৫ অক্টোবর মঙ্গলবার সকালে রাজীব ও জান্নাতুল দিল্লীর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।