
জান্নাতুলের টানা চার হার
এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপে জাতীয় নারী চ্যাম্পিয়ন নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস হেরে চলেছেন। এ নিয়ে তিনি টানা চার ম্যাচ পরাজয়ের মুখ দেখলেন।
রোববার পঞ্চম রাউন্ডে জান্নাতুল নারী বিভাগে ভারতের নারী আন্তর্জাতিকমাস্টার কে প্রিয়াংকার কাছে পরাজিত হয়েছেন।
এদিকে ওপেন বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবও পঞ্চম রাউন্ডে হেরেছেন। তিনি ভারতের ফিদেমাস্টার আরধ্য গার্গের কাছে পরাজিত হন।
উল্লেখ্য ভারতের নয়াদিল্লীতে চলামান এশিয়ান কন্টিনেন্টাল দাবা চ্যাম্পিয়নশিপের ৫ রাউন্ড শেষে রাজীব ১.৫ পয়েন্ট ও জান্নাতুল ১ পয়েন্ট সংগ্রহ করেছেন।