ফাহাদ এককভাবে শীর্ষে

জাতীয় দেশজুড়ে

শেখ কামাল জাতীয় ৪৭তম ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের নবম রাউন্ড শেষে বাংলাদেশ আনসারের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৭.৫ পয়েন্ট পেয়ে এককভাবে শীর্ষে উঠে এসেছেন।

এদিকে ৭ পয়েন্ট সংগ্রহ করে ৫ জন দ্বিতীয়স্থানে রয়েছেন। তারা হলেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন ও বাংলাদেশ পুলিশের ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়।

অপরদিকে ৬.৫ পয়েন্ট নিয়ে ৮ জন তৃতীয়স্থানে অবস্থান করছেন। তারা হলেন বাংলাদেশ পুলিশের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও ফিদেমাস্টার শেখ নাসির আহমেদ, অনত চৌধুরী, ঢাকা সিটির ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদ ও মো. আবু হানিফ, ময়মনসিংহ বিভাগের ক্যান্ডিডেটমাস্টার মো. জামালউদ্দিন ও চট্টগ্রাম জেলার হৃষিন তালুকদার।

এছাড়া ৬ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থস্থানে রয়েছেন ১২ জন। তারা হলেন বাংলাদেশে নৌবাহিনীর ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন, বিমানের ক্যান্ডিডেটমাস্টার নাইম হক, ঢাকা সিটির ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওন, ক্যান্ডিডেটমাস্টার মাহতাবউদ্দিন আহমেদ ও নীলয় দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ এনায়েত হোসেন, ময়মনসিংহের অভিক সরকার, বরগুনার ফিরোজ আহমেদ, কুষ্টিয়ার মো. শফিকুল ইসলাম, সাতক্ষীরার মো. ইমদাদুল হক, চট্টগ্রামের রাব্বী সেলিম ও চুয়াডাঙ্গার মোঃ হাবিবুর রহমান-২।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ শুক্রবার নবম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার ফাহাদ অভিককে, ফিদেমাস্টার তাহসিন ফিদেমাস্টার সুব্রতকে, আন্তর্জাতিকমাস্টার মিনহাজ ক্যান্ডিডেটমাস্টার শাওনকে, ফিদেমাস্টার ইমন ক্যান্ডিডেটমাস্টার শরীফকে, ফিদেমাস্টার পরাগ দেলোয়ার হোসেনকে, ফিদেমাস্টার নাসির ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদকে, অনত ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরীকে, ক্যান্ডিডেটমাস্টার জামাল নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজাকে, হৃষিন জাবেদ আল আজাদকে, ফিদেমাস্টার জাভেদ মুকিতুল ইসলাম রিপনকে, হানিফ আফজাল হোসেন সাচ্চুকে, ফিরোজ মো টিপু সুলতানকে, ইমদাদ ফয়সাল হোসেনকে, নীলয় স্বাধীন সরকারকে, হাবিব উষাচিং খেয়াংকে ও রাব্বী শামসুল কবীর চৌধুরীকে পরাজিত করেন। ফিদেমাস্টার আমিনুল ক্যান্ডিডেটমাস্টার নীড়ের সাথে, ক্যান্ডিডেটমাস্টার নাইম এনায়েতের সাথে, ক্যান্ডিডেটমাস্টার মাহতাব শফিকের সাথে ড্র করেন।

আগামীকাল ৫ নভেম্বর শনিবার বিকেল ৩টায় একই স্থানে দশম রাউন্ডের খেলা শুরু হবে।