এককভাবে শীর্ষে উঠে এলেন খুশবু

জাতীয় দেশজুড়ে

সুলতানা কামাল জাতীয় নারী ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের পঞ্চম রাউন্ড শেষে ঢাকার ওয়ারসিয়া খুশবু পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে এসেছেন।

তবে ৪.৫ পয়েন্ট সংগ্রহ করে বগুড়ার উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার ও চট্টগ্রামের ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা যুগ্মভাবে দ্বিতীয়স্থানে রয়েছেন।

এদিকে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে অবস্থান করছেন মানিকগঞ্জের নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা, বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, কাজী জারিন তাসনিম ও ওয়াদিফা আহমেদ, রাজশাহীর জান্নাতুল ফেরদৌসী, তাসনিয়া তারান্নুম অর্পা, রুমানা ফেরদৌস, জান্নাতুল প্রীতি, পাবনার মাইয়েশা মাহজাবিন তিশা ও কুমিল্লার নুশরাত জাহান লিজা।

আজ শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলায় বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে পঞ্চম রাউন্ডে খুশবু নারী ফিদেমাস্টার ইভাকে, নারী ফিদেমাস্টার নোশিন নীলাভা চৌধুরীকে, জারিন ঠাকুর জানিয়া হককে, তিশা নারী ফিদেমাস্টার জাকিয়া সুলতানাকে, প্রীতি দিলারা জাহান নূপুরকে, জান্নাতুল ইসাবা মাসনুনকে, অর্পা মেহজাবিন আক্তার জুবাইদাকে, ওয়াদিফা মারজানা সাবিহাকে, লিজা নোশিন আইমানকে ও রুমানা শুভেচ্ছা সাহা বৃষ্টিকে পরাজিত করেন। লুবাবা প্রতিভার সাথে ড্র করেন।

ষষ্ঠ রাউন্ডের খেলা আগামীকাল ১২ নভেম্বর শনিবার বিকেল ৩টায় একই স্থানে শুরু হবে।