ভারতের সিএমের কাছে হারলেন জিএম রাজীব

আন্তর্জাতিক

কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ড শেষে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৩ পয়েন্ট ১৪ জনের সঙ্গে তৃতীয়স্থানে রয়েছেন। তবে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ২ পয়েন্ট সংগ্রহ করেছেন।

শ্রীলঙ্কার ওয়াসকাদোয়ায় তৃতীয় রাউন্ডে ফাহাদ ভারতের গ্র্যান্ডমাস্টার দীপ সেনগুপ্ত’র সঙ্গে ড্র করলেও রাজীব ভারতের গ্র্যান্ডমাস্টার পি ইনিয়ানের কাছে হেরে যান।

চতুর্থ রাউন্ডে ফাহাদ ভারতের গ্র্যান্ডমাস্টার এনআর ভিসাখের সঙ্গে ড্র করেন। কিন্তু রাজীব ভারতের ক্যান্ডিডেটমাস্টার বাগওয়ে গৌরাঙ্গের কাছে পরাজিত হয়েছেন।