
ওয়াদিফা এককভাবে শীর্ষে
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৪১তম জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ড শেষে বাংলাদেশ নৌবাহিনীর ওয়াদিফা আহমেদ ২.৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে এসেছে।
তবে ২ পয়েন্ট সংগ্রহ করে ৪ জন যথাক্রমে বাংলাদেশ আনসারের নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ, বাংলাদেশ নৌবাহিনীর নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, মানিকগঞ্জের নারী ফিদেমাস্টার নাজারানা খান ইভা ও বাংলাদেশ পুলিশের নুশরাত জাহান আলো দ্বিতীয়স্থানে অবস্থান করছেন।
এদিকে ১.৫ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছেন গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশের নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস, বাংলাদেশ নৌবাহিনীর নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা ও কাজী জারিন তাসনিম এবং ঢাকার ওয়ারসিয়া খুশবু।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ শনিবার তৃতীয় রাউন্ডে ওয়াদিফা ৫৫ চালে খুশবুকে পরাজিত করেন। আলো ৫৪ চালে হারিয়েছেন ওয়ালিজাকে। ইভা রাজশাহী বিভাগের সাবিহা মারজানাকে ও জারিন ৪৬ চালে বগুড়ার উম্মে তাসলিা প্রতিভা তালুকদারকে পরাজিত করেন।
এছাড়া তাসনিয়া তারান্নুম অর্পা ৪৯ চালে রানী হামিদের সঙ্গে, নোশিন ১৭ চালে জান্নাতুলের সঙ্গে ড্র করেন।
আগামীকাল ২০ নভেম্বর রোববার বিকেল সোয়া ৩টায় চতুর্থ রাউন্ডে জান্নাতুল ও ইভা, রানী হামিদ ও নোশিন, ওয়ালিজা ও অর্পা, জারিন ও আলো, খুশবু ও প্রতিভা এবং সাবিহা ও ওয়াদিফা মোকাবেলা করবেন।