সহজ প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে রাজীব-ফাহাদের ড্র

জাতীয়

কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ড্র নিয়ে বোর্ড ছাড়লেন। ফলে ৬ ম্যাচে উভয়ের সংগৃহিত পয়েন্ট এখন ৩.৫।

শ্রীলঙ্কার ওয়াসকাদোয়ায় আজ শনিবার ষষ্ঠ রাউন্ডে রাজীব (২৩৯২) শ্রীলঙ্কার লিয়ানাগে পেসান্দু রশ্মিথার (১৮১২) সঙ্গে এবং ফাহাদ (২৩৮০) শ্রীলঙ্কার সেনেভিরাথনের (১৭৫৯) সঙ্গে ড্র করেন।