
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশের জয় দিয়ে শুরু
বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের উদ্বোধনী রাউন্ডে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ, পল্লী সঞ্চয় ব্যাংক, বাংলাদেশ বিমান, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ও রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ জয় পেয়েছে।
এশিয়া হোটেল ও রিসোর্টের ক্রাউন হলে বুধবার বাংলাদেশ পুলিশ ৪-০ গেম পয়েন্টে লিওনাইন চেস ক্লাবকে পরাজিত করে। পুলিশ দলের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, ভারতীয় গ্র্যান্ডমাস্টার সন্দিপন চান্দা ও গ্র্যান্ডমাস্টার হার্ষা ভারতকুটি ও ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ যথাক্রমে লিওনাইনের আহমেদ হোসেন মজুমদার, ফিদেমাস্টার মোহাম্মদ আব্দুল মালেক, ভারতীয় আন্তর্জাতিকমাস্টার মুথাইয়া আল ও নারী ফিদেমাস্টার তনিমা পারভীনকে পরাজিত করেন।
এদিকে পল্লী সঞ্চয় ব্যাংক ৪-০ গেম পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে হারিয়েছে। জয়ী দলের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, শফিক আহমেদ, রাশিয়ার গ্র্যান্ডমাস্টার রাখমানভ আলেকজান্ডার ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া যথাক্রমে মো. মেজবাহ উদ্দিন, হাবিবুর রহমান সোহেল, আব্দুল মোমিন ও ওয়ারসিয়া খুশবুকে পরাজিত করেন।
অপরদিকে বাংলাদেশ বিমান ৩-১ গেম পয়েন্টে ম্যানহা’স ক্যাসলকে পরাজিত করে। বিমানের আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল, ভারতীয় দুই গ্র্যান্ডমাস্টার দীপ্তায়ন ঘোষ ও মিত্রভা গুহ যথাক্রমে ম্যানহাসের ক্যান্ডিডেটমাস্টার মো. শওকত বিন ওসমান শাওন, ভারতীয় গ্র্যান্ডমাস্টার পি ইনিয়ান ও ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরীকে পরাজিত করেন। ম্যানহাসের ভারতীয় গ্র্যান্ডমাস্টার মেনডোনকা লিয়ন লুকে বিমানের ক্যান্ডিডেটমাস্টার নাইম হককে পরাজিত করেন।
তবে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের কাছে ২.৫-১.৫ গেম পয়েন্টে তিতাস ক্লাব হেরে গেছে। উত্তরার মো. মাছুম হোসেন ও ভারতীয় আন্তর্জাতিকমাস্টার কুশাগ্রা মোহান যথাক্রমে তিতাসের অনত চৌধুরী ও ভারতীয় আন্তর্জাতিক মাস্টার পরাজিত করেন। তিতাসের ভারতীয় আন্তর্জাতিকমাস্টার নুবাইরশাহ শেখ উত্তরার জাবেদ আল আজাদকে পরাজিত করেন। উত্তরার ভারতীয় ফিদেমাস্টার আরিয়ান ভার্ষনে তিতাসের ভারতীয় আন্তর্জাতিকমাস্টার কোস্তভ চ্যাটর্জীর সাথে ড্র করেন।
এছাড়া রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ ২.৫-১.৫ গেম পয়েন্টে শেখ রাসেল চেস ক্লাবকে পরাজিত করে। রূপালী ব্যাংকের নয়ন কুমার মোহন্ত ও স্বর্নাভো চৌধুরী যথাক্রমে শেখ রাসেলের ভারতীয় সংকালান শাহ ও ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিনকে পরাজিত করেন এবং ফিদেমাস্টার রেজাউল হক মো. আবজিদ রহমানের সাথে ড্র করেন। শেখ রাসেলের ভারতীয় আরধ্য গার্গ রূপালী ব্যাংকের মো. সিদ্দিকুর রহমানকে পরাজিত করেন।
বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ম্যাচে গতবারের রানার্সআপ সাইফ স্পোর্টিং ক্লাব বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশের সাথে মোকাবেলা করবে।