কাঙ্খিত অাইএম নর্ম পেলেন ফাহাদ

অলিম্পিয়াড আন্তর্জাতিক জাতীয় সাফল্য

কাঙ্খিত অাইএম নর্ম পেলেন ফাহাদ স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম বাতুমি (জর্জিয়া), ৪ অক্টোবর ২০১৮

দেশের সর্বকনিষ্ঠতম ফিদেমাস্টার মো. ফাহাদ রহমান অবশেষে বিশ্ব দাবা অলিম্পিয়াড থেকে আন্তর্জাতিক মাস্টার (অাইএম) নর্ম অর্জন করেছেন।

দীর্ঘদিন ধরেই তিনি এ কাঙ্খিত নর্ম অর্জনের লক্ষে দেশ-বিদেশে একের পর এক টুর্নামেন্ট খেলে আসছিলেন।তিনি অলিম্পিয়াডে ৯ ম্যাচে ৫.৫ পয়েন্ট পেয়ে ৯ গেমের একটি অাইএম নর্ম পেলেন। ক্যারিয়ারের এটি প্রথম অাইএম নর্ম।

এখন তাকে আন্তর্জাতিক মাস্টার খেতাব বা উপাধি পেতে হলে টুর্নামেন্টের উপর নির্ভর করে কমপক্ষে আরো দুটি নর্ম অর্জন করতে হবে।

পাঁচ বছর আগে অর্থাৎ ২০১৩ সালে এ খুদে তারকা দাবাড়ু ফিদেমাস্টার উপাধি লাভ করেন। বর্তমানে তার আন্তর্জাতিক রেটিং ২২৬৩। তবে নর্ম অর্জনের পর অলিম্পিয়াডের নবম রাউন্ড পর্যন্ত তার রেটিং পারফরম্যান্স ছিল ২৩২৬। ফাহাদ ২০০৩ সালে জন্মগ্রহণ করেন।

ফাহাদের জাতীয় পর্যায় উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে জাতীয় সাব জুনিয়রে ৫বার ও জাতীয় জুনিয়রে ৪বার চ্যাম্পিয়ন হয়েছেন। জাতীয় দাবাড়ু হয়েছেন ২ বার। ক্যারিয়ার সেরা অান্তর্জাতিক সাফল্যের মধ্যে রয়েছে সেপ্টেম্বরে অনুষ্ঠিত চট্টগ্রামে গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট দাবার শিরোপা জয়। চেসবিডি.কম/এমএ