এক ম্যাচ হাতে রেখে স্পোর্টস বাংলা চ্যাম্পিয়ন

জাতীয়

মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগে এক ম্যাচ হাতে রেখেই স্পোর্টস বাংলা শিরোপা জয় নিশ্চিত করেছে। দলটি ৮ খেলায় পূর্ণ ১৬ পয়েন্ট নিয়ে এ কৃতিত্ব অর্জন করে।

এদিকে অগ্রণী ব্যাংক লিমিটেড দাবা দল ১৩ পয়েন্ট নিয়ে এককভাবে দ্বিতীয়স্থানে এবং ১২ পয়েন্ট নিয়ে দিপালী মেমোরিয়াল ক্লাব (১) তৃতীয়স্থানে অবস্থান করছে।

অপরদিকে ১১ পয়েন্ট সংগ্রহ করে ৭টি দল চতুর্থস্থানে রয়েছে। দলগুলো হচ্ছে বিডি চেস ইন স্কুল, আইমারস, ইপসা চেসডটবিডি, দেবনএয়ার চেস ক্লাব, বাংলাদেশ পুলিশ প্রাইম চেস ক্লাব, নূরুল ইসলাম স্মৃতি পাঠাগার ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি।

আজ ২৬ জানুয়ারি অষ্টম রাউন্ডে স্পোর্টস বাংলা ৩.৫-০.৫ গেম পয়েন্টে নূরুল ইসলাম স্মৃতি পাঠাগারকে, অগ্রনী ব্যাংক লিমিটেড দাবা দল ৪-০ গেম পয়েন্টে বাংলাদেশ পুলিশ প্রাইম চেস ক্লাবকে, দিপালী মেমোরিয়াল ক্লাব ৩-১ গেম পয়েন্ট মর্নিং গ্লোরী চেস ক্লাব, ইপসা চেসডটবিডি ২.৫-১.৫ গেম পয়েন্টে আসাদ চেস ক্লাবকে, বিডি চেস ইন স্কুল ৪-০ গেম পয়েন্টে দাবাড়ু স্পন্দন চেস ক্লাবকে, আইমারস ৪-০ গেম পয়েন্টে কুমিল্লা ভিক্টরিয়ানস চেস টিমকে, দেবনএয়ার চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে বাংলাদেশ পুলিশ ক্রীড়া চেস ক্লাবকে, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি ৩-১ গেম পয়েন্টে লিজেন্ড ফারাজ চেস টিমকে, মাস্টার মাইন্ড চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে, বাংলাদেশ চেস ক্লাব মোহাম্মদপুর রচস ক্লাব (রেড)-কে, স্পন্দন ঢাকা ৩-০ গেম পয়েন্টে হাতিরঝিল চেস ফোরামকে পরাজিত করে।

তবে দিপালী মেমোরিয়াল ক্লাব (২) গেম ২-২ গেম পয়েন্টে কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি দাবা পরিষদের সাথে ড্র করে।

আগামীকাল ২৭ জানুয়ারি বিকাল ৪টায় নবম বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে।