
স্পোর্টস বাংলা শীর্ষেই
মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগের সপ্তম রাউন্ড শেষে স্পোর্টস বাংলা ৭ খেলায় পূর্ণ ১৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছে।
এদিকে ১১ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয়স্থানে রয়েছে অগ্রণী ব্যাংক লিমিটেড দাবা দল, বাংলাদেশ পুলিশ প্রাইম চেস ক্লাব ও নূরুল ইসলাম স্মৃতি পাঠাগার ।
অপরদিকে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে অবস্থান করছে আসাদ চেস ক্লাব, মর্নিং গ্লোরী চেস ক্লাব-কুষ্টিয়া ও দিপালী মেমোরিয়াল ক্লাব-১।
আজ ২৫ জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নীচ তলার সভাকক্ষে ও তৃতীয় তলায় বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে সপ্তম রাউন্ডে স্পোর্টস বাংলা ৩-১ গেম পয়েন্টে দিপালী মেমোরিয়াল চেস ক্লাবকে, অগ্রণী ব্যাংক লিমিটেড দাবা দল ২.৫-১.৫ গেম পয়েন্টে ইপসা চেস ডট বিডিকে, নূরুল ইসলাম স্মৃতি পাঠাগার ২.৫-১.৫ গেম পয়েন্টে মর্নিং গ্লোরী চেস ক্লাব-কুষ্টিয়াকে, বাংলাদেশ পুলিশ প্রাইম চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে মাস্টার মাইন্ড চেস ক্লাবকে, আসাদ চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে হাতিরঝিল চেস ফোরামকে, লিজেন্ড ফারাজ চেস টিম ৩-১ গেম পয়েন্টে বাংলাদেশ পুলিশ ক্রাউন চেস ক্লাবকে, কুমিল্লা ভিক্টোরিয়ানস চেস টিম ৩.৫-০.৫ গেম পয়েন্টে স্পন্দন ঢাকাকে, দাবাড়ু স্পন্দন চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি দাবা পরিষদকে, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি ২.৫-১.৫ গেম পয়েন্টে আফরোজ চেস ওয়ার্ল্ডকে, দেবনএয়ার চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে শেখ রাসেল চেস একাডেমি (স্কাই)-কে, বাংলাদেশ চেস এরিনা ৩-১ ৩-১ গেম পয়েন্টে বুয়েট চেস ক্লাবকে, মোহাম্মদপুর চেস একাডেমি (রেড) বাংলাদেশ পুলিশ গোল্ড চেস ক্লাবকে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৪-০ গেম পয়েন্টে মোহাম্মদপুর চেস একাডেমি (গ্রিন) কে, লেস শেভালিয়ারস ডি নটর ডেম ৩-১ গেম পয়েন্টে সাউথ পয়েন্ট নেভী ব্লুকে, স্পন্দন মানিকগঞ্জ ৩.৫-০.৫ গেম পয়েন্টে ব্র্যাক ইউনিভার্সিটি চেস টিম-এ কে, দিপালী মেমোরিয়াল ক্লাব (২) ৩-১ গেম পয়েন্টে বাংলাদেশ শিশু একাডেমিকে এ, বি, চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে শেখ রাসেল চেস একাডেমি (গ্রিন)-কে, অগ্নিবীনা স্পোর্টিং ক্লাব (২) ৩-১ গেম পয়েন্টে এন, জি, অ্যাগ্রো এন্ড ডেইরিকে, ফ্লেইম বয়েজ চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে শেখ রাসেল চেস একাডেমি (ইয়েলো)-কে, শেখ রাসেল চেস একাডেমি (কুইন) সাউথ পয়েন্ট ব্লুকে, আগামী চেস গিল্ড সোহাগ টিম ৩-১ গেম পয়েন্টে সাউথ পয়েন্ট স্কাই ব্লুকে ও সাউথ পয়েন্ট হোয়াইট শেখ রাসেল চেস একাডেমি (রেড) কে পরাজিত করেন।
তবে আইমারস ২-২ গেম পয়েন্টে বিডি চেস ইন স্কুলের সাথে, জিসিস এক্সাইল্ড ২-২ গেম পয়েন্টে অগ্নিবীনা স্পোর্টিং ক্লাব-১ এর সাথে, বাংলাদেশ পুলিশ স্টার চেস ক্লাব ২-২ গেম পয়েন্টে ঢাকা ইউনিভার্সিটি চেস ক্লাবের (ব্লু) সাথে এবং ব্র্যাক ইউনিভার্সিটি চেস টিম-বি ২-২ গেম পয়েন্টে আগামী চেস গিল্ড সুইচ ক্লাবের সাথে ড্র করে।
আগামীকাল ২৬ জানুয়ারি বেলা ৩টায় একই স্থানসমূহে অষ্টম রাউন্ডের খেলা শুরু হবে।