
এসিপিবি নির্বাচনে ‘এনায়েত-আসাদ-সোহেল-শাওন’ পরিষদ জিতেছে
এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি) এর নির্বাচনে ‘এনায়েত-আসাদ-সোহেল-শাওন’ পরিষদ পূর্ণ প্যানেলে জয় লাভ করেছে। যদিও ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটির ১১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। আজ ২৭ জানুয়ারি শুধুমাত্র সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্মসম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৩৭৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য নির্বাচনে মোট ৩৭৬টি ভোটের মধ্যে সর্বোচ্চ ৩০৬টি ভোট পেয়েছেন সহসভাপতি পদে মো. আসাদুজ্জামান। তিনি যে দাবাড়ুদের মধ্যে কতটা জনপ্রিয় ও আস্থা অর্জন করেছেন- সেটিরই প্রতিদান দিয়েছেন এসিপিবি ভোটাররা। অন্যদিকে সারা বছর যিনি ভোটারদের সঙ্গে যোগাযোগ করেছেন সেই মো. মাসুম রাহী (১৮৮) মাত্র ১ ভোটের ব্যবধানে যুগ্মসম্পাদক পদে জয়ী হয়েছেন। তবে তার বিপক্ষে লড়ে (১৮৭) ১ ভোটে হেরেছেন সৈয়দ মাহবুবুর রহমান।
বিশেষ করে এ নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে বিদায় সভাপতি আবু সুফিয়ান শাকিল, সাধারণ সম্পাদক আমীর আলী রানা, যুগ্মসম্পাদক মেহেদী হাসান পরাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শামীম প্রমুখ অংশ না নেওয়ায় এসিপিবি নির্বাচন অনেকটা পানশে হয়ে উঠে। তবে শেষ মুহূর্তে বিভিন্ন পদের প্রার্থীরা নির্বাচনের দিনে ভোটযুদ্ধ বেশ জমিয়ে তোলেন।
নিম্মে বিজয়ীদের নাম ও ভোটের ফলাফল দেওয়া হলো-
সভাপতি
০১. মো. এনায়েত হোসেন : ৩১৭ ভোট
০২. শামসুল কবীর চৌধুরী : ৪০ ভোট
সহ-সভাপতি : ২ জন
০১. মো. আসাদুজ্জামান : ৩০৬ ভোট
০২. সোহেল চৌধুরী : ২৮১ ভোট
০৩. আজিজুল হাসান : ৭৭ ভোট
সাধারণ সম্পাদক
০১. মো. শওকত ওসমান বিন শাওন : ২৪৮ ভোট
০২. মো. মনিরুজ্জামান মাসুদ : ৮৬ ভোট
০৩. কুমুদিনী নার্গিস : ২৯ ভোট
যুগ্মসম্পাদক : ২ জন
০১. মো. বদরুল আলম : ২২১ ভোট
০২ : মো. রাহী মাসুম : ১৮৮ ভোট
০৩ : সৈয়দ মাহবুবুর রহমান : ১৮৭ ভোট
০৪ : ফাহমিদা আফরোজ : ৮৪ ভোট
কোষাধ্যক্ষ
কাজী তাহেরুল ইসলাম : বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
সাংগঠনিক সম্পাদক
ফয়জুল আনাম ইমরান : বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
প্রচার ও প্রকাশনা সম্পাদক
এসএ তারেক : বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
দপ্তর সম্পাদক
মো. হানিফ : বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
কার্যনির্বাহী সদস্য : ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
০১. সাইফুল ইসলাম
০২. আমিনুল ইসলাম পলাশ
০৩. এম মোসাব্বির আলী
০৪. নাসির উদ্দিন অপু
০৫. মাসুম হোসেন
০৬. রিয়াসত ই নূর নাবিল
০৭. ডা. সাবিকুন নাহার তনিমা