স্পোর্টস বাংলা চ্যাম্পিয়ন : রানার্সআপ দিপালী মেমোরিয়াল চেস ক্লাব

জাতীয়

মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগে ৯ খেলায় ১৬ পয়েন্ট পেয়ে স্পোর্টস বাংলা চ্যাম্পিয়ন হয়েছে। স্পোর্টস বাংলার পক্ষে অংশগ্রহণ করেন গোলাম মোস্তফা ভূঁইয়া, ভারতের অঙ্কিত রায়, ফিরোজ আহমেদ, ভারতের অভিজ্ঞান ঘোষ, নূরুল ইসলাম ইমন ও মোহাম্মদ আরহান।

এদিকে ১৪ পয়েন্ট সংগ্রহ করে দিপালী মেমোরিয়াল চেস ক্লাব (১) রানার্সআপ ও অগ্রণী ব্যাংক লিমিটেড দাবা দল তৃতীয়স্থান লাভ করে। দিপালী মেমোরিয়াল চেস ক্লাবের হয়ে খেলেছেন যথাক্রমে রাসেল শেখ, দেলোয়ার হোসেন, মো. শরীয়তউল্লাহ, টুটুল ধর, শেখ মো. খায়রুল ইসলাম ও মোহাম্মদ শাকের উল্লাহ। অন্যদিকে অগ্রনী ব্যাংক লিমিটেড দাবা দলের পক্ষে খেলেন ফরহাদুর ইমাম, ভারতীয় সম্রাট ঘোরাই, ভারতীয় শুভায়ন কুন্ডু, ক্যান্ডিডেটমাস্টার এসএম স্মরন, মো. ইমদাদুল হক, মো. মনির হোসেন খান।

অপরদিকে ১৩ পয়েন্ট নিয়ে আইমারস চতুর্থ এবং ইপসা চেস ডট বিডি পঞ্চমস্থান লাভ করে।

তবে ১২ পয়েন্ট সংগ্রহ করে বিডি চেস ইন স্কুল ষষ্ঠ, মাস্টার মাইন্ড চেস ক্লাব সপ্তম, কুষ্টিয়া মর্নিং গ্লোরী চেস ক্লাব অষ্টম, দেবনএয়ার চেস ক্লাব নবম ও এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি দশমস্থান লাভ করেন।

উল্লেখ্য ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ বছর ৫২টি দল অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন স্পোর্টস বাংলা ও রানার্সআপ দীপালী মেমোরিয়াল ক্লাব ২০২৩ সালে প্রথম বিভাগ দাবা লিগে অংশগ্রহণের সুযোগ পাবেন।