
চেক রিপাবলিককের বিপক্ষে দারুণ জয় পেল বাংলাদেশ
প্রথম ফিদে দাবা অলিম্পিয়াড ফর পিপল উইথ ডিস্যাবিলিটিজ আসরের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ সহজ জয় পেয়েছে।
সার্বিয়ার বেলগ্রেড শহরে বুধবার রাতে তৃতীয় রাউন্ডে বাংলাদেশ ৩.৫-০.৫ গেম পয়েন্টে চেক রিপাবলিককে পরাজিত করে।
যদিও প্রথম রাউন্ডে ১-৩ পয়েন্টে সার্বিয়া-১ কাছে লাল-সবুজের দেশ হার দিয়ে শুরু করেছিল। তবে দ্বিতীয় রাউন্ডে ৩-১ পয়েন্টে পানামাকে হারিয়ে জয়ে ফেরে বাংলাদেশ দল। এবার চেক রিপাবলিকের বিপক্ষে তৃতীয় রাউন্ডে সহজ জয় তুলে নিলো।
চেক রিপাবলিকের বিপক্ষে যথাক্রমে বাংলাদেশের মো. খোরশেদ আলম (রেটিং-২০৬৫) আন্তর্জাতিকমাস্টার ওরসাগ মিলান (২৩০৮) কে, সৈয়দ এজাজ হোসেন (রেটিং-১৯৫২) আন্তর্জাতিকমাস্টার বাবুলা মিলান (২১০৭) কে এবং মোহাম্মদ আলী নেওয়াজ সরকার (রেটিং-১৮০৯) নারী ফিদেমাস্টার রিভোভা আনা (১৮২৩) কে পরাজিত করে।
তবে বাংলাদেশের বাপ্পী সরকার (১৭৭৮) ফিদেমাস্টার ভ্যালেন্টা ভিট ভ্যাকলাভ (২০২২) সাথে ড্র করেন।
বাংলাদেশ দলের নন প্লেয়িং অধিনায়ক কাম প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ফিদে ইন্সট্রেটর মাসুদুর রহমান মল্লিক দিপু।
২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় চতুর্থ রাউন্ডে বাংলাদেশ দল কিউবার সাথে মোকাবেলা করবে।
উল্লেখ্য ৬ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে ২৫টি দেশের ২৬ টি দল এ আসরে অংশগ্রহণ করছে।