
ইরানের পেতাক্ত কাপে ফাহাদ দ্বিতীয় স্থানে
ইরানের তেহরানে পেতাক্ত কাপ ইন্টারন্যাশনাল চেস ফেস্টিভ্যাল ক্যাটাগরি ‘এ’ টুর্নামেন্টের পঞ্চম রাউন্ড শেষে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৪ পয়েন্ট নিয়ে পাঁচ জনের সঙ্গে দ্বিতীয়স্থানে রয়েছেন। অন্যদিকে ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ৩ পয়েন্ট সংগ্রহ করে ১১ জনের সঙ্গে চতুর্থস্থানে অবস্থান করছেন।
সোমবার সকালে চতুর্থ রাউন্ডে ফাহাদ (২৩৮৪) ইরানের ইয়েগানেগি বারাদ (২১৭২) কে এবং পরাগ (২১৯৮) ইরাকের ফিদেমাস্টার মোয়াজাজ দাহির হাবিব (২১২৩) কে পরাজিত করেন।
এদিকে বিকেলে পঞ্চম রাউন্ড ফাহাদ (২৩৮৪) আর্মেনিয়ার হায়রাপেটিয়ান এডগার (২২৪৫) কে এবং পরাগ (২১৯৮) ইরানের আজামিকিয়া মেহরান (২০৯৭) কে পরাজিত করেন।
৭ ফেব্রুয়ারি বিকেলে ফাহাদ (২৩৮৪) ও ভারতের আন্তর্জাতিকমাস্টার গুসাইন হিমাল (২৩৭৮) এবং পরাগ (২১৯৮) ও আজারবাইজানের গ্র্যান্ডমাস্টার মির্জোয়েভ আজারের (২৪৯০) সঙ্গে মোকাবেলা করবেন।