
পরাগ হারালো জিএমকে, আইএমের সঙ্গে ড্র করলো ফাহাদ
ইরানের তেহরানে পেতাক্ত কাপ ইন্টারন্যাশনাল চেস ফেস্টিভ্যাল ক্যাটাগরি ‘এ’ টুর্নামেন্টের ষষ্ঠ রাউন্ড শেষে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৪.৫ পয়েন্ট নিয়ে ৫ জনের সঙ্গে তৃতীয়স্থানে রয়েছেন। অন্যদিকে ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ৪ পয়েন্ট সংগ্রহ করে ৮ জনের সঙ্গে চতুর্থস্থানে অবস্থান করছেন।
ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ (২১৯৮) মঙ্গলবার ষষ্ঠ রাউন্ডে আজারবাইজানের গ্র্যান্ডমাস্টার আজির মিরযুয়েবকে (২৪৯০) পরাজিত করে চমক দেখান।
অপরদিকে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (২৩৮৪) ভারতের আন্তর্জাতিকমাস্টার হিমেল গুসাইনের (২৩৭৮) সাথে ড্র করেন।
আজ রাতে সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে। এই রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (২৩৮৪) স্বাগতিক ইরানের গ্র্যান্ডমাস্টার ঘাইম মাগমি এহসানের (২৪৭৮) সাথে এবং ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ (২১৯৮) স্পেনের আন্তর্জাতিকমাস্টার লানেজা ভেগা মার্কোসের (২৪১৫) সাথে মোকাবেলা করবেন।