ফিদে রেটিং নারী দাবায় ১৪ জন শীর্ষে

আন্তর্জাতিক জাতীয়

বেগম লায়লা আলম ১৩তম ফিদে রেটিং নারী দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শেষে ১৪ জন পূর্ণ দুই পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ, নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা, ওয়ারসিয়া খুশবু, নুশরাত জাহান আলো, নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস, ইশরাত জাহান দিবা, ওয়াদিফা আহমেদ, জাহানারা হক, আফরিন জাহান মুনিয়া, ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা, নুশরাত জাহান লিজা ও রিক্তা সরকার।

আজ বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের তৃতীয় তলায় বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে দ্বিতীয় রাউন্ডে নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা ঠাকুর জানিয়া হককে, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম নীলাভা চৌধুরীকে, নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ জিন্নাত আক্তার শাহনাজকে, নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা জান্নাতুল প্রীতিকে, ওয়ারসিয়া খুশবু সুমি আক্তারকে, নুশরাত জাহান আলো সানজিদা সাকিবকে, নারী ক্যান্ডিডেটমাস্টার জান্নাতুল ফেরদৌস নাজনিন আক্তারকে, ইশরাত জাহান দিবা ওয়ারিসা হায়দারকে, ওয়াদিফা আহমেদ সিমন আহমেদকে, জাহানারা হক নাজিয়া জাফরিন মোহনাকে, আফরিন জাহান মুনিয়া সিদরাতুল মুনতাহকে, ওমনিয়া বিনতে ইউসুফ লুবাব জারিন তাসনিমকে ও নুশরাত জাহান লিজা জাকিয়া আক্তারকে পরাজিত করেন। রিক্তা সরকার হামিদা খানের বিরুদ্ধে ওয়াক-ওভার পান।

তৃতীয় রাউন্ডের খেলা আগামীকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় একই স্থানে শুরু হবে।