এবার ফাহাদ হারালেন জিএমকে, পরাগ ড্র করলেন আইএমের সঙ্গে

আন্তর্জাতিক জাতীয়

ইরানের তেহরানে পেতাক্ত কাপ ইন্টারন্যাশনাল চেস ফেস্টিভ্যাল ক্যাটাগরি ‘এ’ টুর্নামেন্টের সপ্তম রাউন্ড শেষে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৫.৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন। অপরদিকে ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ ৪.৫ সংগ্রহ পয়েন্ট করে ৯ জনের সঙ্গে চতুর্থস্থানে অবস্থান করছেন।

৯ ফেব্রুয়ারি বুধবার সপ্তম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (২৩৮৪) ইরানের গ্র্যান্ডমাস্টার গায়েম মাগামি এহসানকে (২৪২২) পরাজিত করেন। ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে এহসানের কুইনস্ ইন্ডয়ান ডিফেন্সের বিরুদ্ধে ২৮ চালে জয়ী হন।

অপরদিকে ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগ (২১৯৮) স্পেনের আন্তর্জাতিকমাস্টার লেনেজা ভোগ মার্কোসের (২৪১৫) সঙ্গে ড্র করেছেন।